আলাপ:ভাটিয়ারী ইউনিয়ন

সাম্প্রতিক মন্তব্য: MustafaKamal কর্তৃক ৫ বছর পূর্বে "একটি প্রশ্ন" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প বাংলাদেশ (মূল্যায়ন - মান Stub)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প বাংলাদেশের অংশ, যা উইকিপিডিয়ায় বাংলাদেশ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
Stub-Class article অসম্পূর্ণ  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী Stub-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

একটি প্রশ্ন সম্পাদনা

প্রিয় মোস্তফা কামাল ভাই, নিবন্ধটিতে === এর পরিবর্তে ; এই যতিচিহ্নের ব্যবহার কেন হবে একটু বুঝিয়ে বলবেন কি?- রাফি (আলাপ) ০৪:১৬, ২ মে ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

আপনি কেন === ব্যবহার করতে চাচ্ছেন একটু ব্যাখ্যা করবেন কি? MustafaKamal (আলাপ) ২১:১৫, ৩ মে ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
====......=== সম্পাদনা লিঙ্কসহ তৃতীয় স্তরের অনুচ্ছেদ তৈরি করে। শুরুতে ; দিলে তা সম্পাদনা লিঙ্কছাড়া চতুর্থ স্তরের অনুচ্ছেদ তৈরি করে। --আফতাব (আলাপ) ২১:৪৯, ৩ মে ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
আমি সেজন্যই রাফি ভাইয়ের কাছ থেকে জানতে চেয়েছিলাম। আমার মতে যেহেতু মূল অনুচ্ছেদে সম্পাদনা লিঙ্ক রয়েছে, সেহেতু উপ-অনুচ্ছেদগুলোতে সম্পাদনা লিঙ্ক দেওয়ার প্রয়োজন আমি মনে করি নি। তাই ; ব্যবহার করেছি। ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ০৩:৪৪, ৪ মে ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
"ভাটিয়ারী ইউনিয়ন" পাতায় ফেরত যান।