আলাপ:ভদ্রলোক (শ্রেণি)

সাম্প্রতিক মন্তব্য: মজুমদার সাহেব কর্তৃক ১ বছর পূর্বে "নিবন্ধটি অপসারণ করুন" অনুচ্ছেদে

ব্যাঘ্র প্রকল্প এডিটাথন ২০১৯ হিসেবে এই প্রবন্ধ প্রস্তুত করা হল। এর উন্নতিবিধানে সহায়তা করুন। sukan (আলাপ) ১৭:৫৩, ১০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ভদ্রলোক (ভারতীয় উপমহাদেশ) শিরোনামে স্থানান্তর বিষয়ে সম্পাদনা

ভদ্রলোক দ্বারা মূলত ইংরেজি Gentleman বোঝায়। আর ইংরেজি Bhadralok দ্বারা ভারতীয় উপমহাদেশে থাকা একধরনের বিশেষ ব্যক্তিবর্গকে বোঝানো হয়েছে, ভদ্রলোক ( বাংলা: ভদ্রলোক bhôdrôlok , আক্ষরিক অর্থেই 'ভালো মানুষ', 'ভদ্র আচরণের ব্যক্তি') বাংলায় ব্রিটিশ ঔপনিবেশিক সময়কালে (আনুমানিক ১৭৫৭ থেকে ১৯৪৭ খ্রিষ্টাব্দ) গড়ে ওঠা 'ভদ্র সম্প্রদায়' হল নতুন শ্রেণির বাঙালি।

তাই বর্তমানে Gentleman শিরোনামে থাকা নিবন্ধটিকে ভদ্রলোক শিরোনামে এবং বর্তমানে ভদ্রলোক শিরোনামে থাকা নিবন্ধটিকে ভদ্রলোক (ভারতীয় উপমহাদেশ) শিরোনামে স্থানান্তর করার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ০৭:০০, ১১ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

স্থানান্তর করা যায়। — আদিভাইআলাপ০৭:৪৩, ১১ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধটি অপসারণ করুন সম্পাদনা

এটি একটি অর্থহীন নিবন্ধ।এমন করে যদি নিবন্ধ তৈরী‌ হয় তাহলে আমার নামে (মজুমদার সাহেব) নিবন্ধ তৈরি আমি করবো। এর‌ কারণ একই, আমি জনাব 'প্রধান সাহেব' বা 'খাজাঞ্চি সাহেব তথা‌ মজুমদার সাহেব নামেও নিবন্ধ তৈরী করতে হবে। আরো‌ লাগবে ভালো মানুষ, বদলোক, শূয়র(গালি), হাদারাম, নিতাই নানাই প্রভৃতির জন্যও। -মজুমদার সাহেব (আলাপ) ০৭:২৭, ১১ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@মজুমদার সাহেব: আপনার কথার অর্থ বুঝলাম না। ব্রিটিশ ভারতে ভদ্রলোক বলতে একটি বিশেষ শ্রেণীকে বোঝানো হতো। এর ঐতিহাসিক ভিত্তি রয়েছে। না জেনেশুনে যা খুশি বলে দেওয়ার নাম আলোচনা নয়। — আদিভাইআলাপ০৭:৪২, ১১ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
সাদ্দাম হোসেনের নেতৃত্বে আমলের এলিট সোসাইটি সম্পর্কে জানেন? না জানলে এটি দেখুন এলিট তত্ত্ব, সাদ্দাম হোসেনের আমলেও এমন একটি বিশেষ শ্রেণী ছিলো। এটি সম্পর্কেও নিবন্ধ তৈরি করতে পারেন। -মজুমদার সাহেব (আলাপ) ০৮:১৬, ১১ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"ভদ্রলোক (শ্রেণি)" পাতায় ফেরত যান।