আলাপ:ভগাঙ্কুর

সাম্প্রতিক মন্তব্য: Wikitanvir কর্তৃক ১৪ বছর পূর্বে

ইংরাজি নাম থেকে বাংলায় রি ডাইরেক্ট ক্রলে (এখন যা আছে তার উল্টোটা) কেম্ন হ্য?--সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৬:৫৩, ১৭ জুলাই ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

সেক্ষেত্রে বাংলা ভাষাকে অগ্রাধিকার দেয়া হয় এবং সেটা অবশ্যই একটা ভালো দিক, কিন্তু আমার মত হচ্ছে, চিকিৎসা সংক্রান্ত ও বৈজ্ঞানিক পরিভাষাগুলো কোনো নির্দিষ্ট ভাষায় অনুবাদ করে জানানোর চেয়ে সবচেয়ে প্রচলিত অর্থাৎ ইংরেজি ভাষাতেই তা থাকা ভালো মনে হয়, কারণ সবখানে তো সেটাই ব্যবহৃত হবে। যতো যাই হোক ভগাঙ্কুরের গণ্ডি তো শুধু বাংলাতেই।--তানভির রহমান ১৭:৫৩, ১৮ জুলাই ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
বাংলায় রূপান্তর অগ্রাধিকার দেওয়া হলো।--তানভির (আলাপ | অবদান) ০০:৫৬, ৩১ আগস্ট ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
"ভগাঙ্কুর" পাতায় ফেরত যান।