আলাপ:ব্রংকাইটিস

সাম্প্রতিক মন্তব্য: 103.169.101.25 কর্তৃক ১০ মাস আগে "বঙ্কাইটিস এর চিকিৎসা" অনুচ্ছেদে

ব্রংকাইটিসের হোমিওপ্যাথিক চিকিৎসা: একোনাইট ন্যাপ: (৩এক্স) ব্রংকাইটিস, রোগের প্রথমাবস্থায় সর্দি, জ্বর, গলা সুড় সুড় করে শুষ্ক কাশি। কাশির জন্য রোগী ঘুমাতে পারে না। অস্থিরতা, উৎকণ্ঠা, পিপাসা, চর্ম শুষ্ক।

এমন কার্ব :(৩০ থেকে ২০০) শিশু ও বৃদ্ধদের ব্রংকাইটিসে বুক ধড়ফড় করে। কাশি ও গয়ার রক্তের ছিটযুক্ত, ঠান্ডা বাতাসে কাশি বৃদ্ধি। বুক ধড়ফর ও বুকের মধ্যে জ্বালা, ঘুমের ঘোরে দম বন্ধ হয়ে জেগে ওঠে, শ্বাসকষ্ট।

এন্টিম টার্ট: (৩ এক্স থেকে ২০০) শিশু ও বৃদ্ধদের ব্রংকাইটিসের ২য় অবস্থায় যখন প্রচুর শ্লেষ্মা জমা হয়, কিন্তু শ্লেষ্মা তুলে ফেলতে অক্ষম। অত্যন্ত দুর্বলতা ও নিদ্রালুতার সাথে বুকে ঘড়ঘড় শব্দ ও শ্বাসকষ্ট। নাড়ীর গতি দ্রুত, বমিভাব। (কাশি না বাড়া পযন্ত ৩ এক্স শক্তি ২ ঘন্টা পর পর প্রয়োগ করতে হবে, কাশি বাড়লে ২০০ শক্তি ৩ ঘন্টা অন্তর অন্তর ২ মাত্রা)

এছাড়াও লক্ষণ ভিত্তিক আরোও অনেক হোমিওপ্যাথিক ঔষধ আছে। যা আপনারা ডাক্তার দেখিয়ে খেতে পারেন । অনেক উপকার হবে। (ডা: শরীফ উদ্দীন (ডিএইচএমএস) ৭:৩০ মিনিট--116.58.203.120 (আলাপ) ১৩:০০, ২৪ এপ্রিল ২০২০ (ইউটিসি))উত্তর দিন

বঙ্কাইটিস এর চিকিৎসা সম্পাদনা

বঙ্কাইটিস কিভাবে রোগ হিসেবে চিকিৎসা করবেন। 103.169.101.25 (আলাপ) ০৬:১৭, ৮ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

"ব্রংকাইটিস" পাতায় ফেরত যান।