আলাপ:বিদ্যানন্দ ফাউন্ডেশন

সাম্প্রতিক মন্তব্য: Md Arif bd কর্তৃক ৪ বছর পূর্বে "বহিঃসংযোগ" অনুচ্ছেদে

বহিঃসংযোগ সম্পাদনা

ব্যবহারকারী:Nahian~bnwiki বহিঃসংযোগ বাদ দেওয়ার কারন কি? সুস্পষ্ট ব্যাখা দিবেন দয়া করে। মোঃ আরিফ (আলাপ) ২০:০৯, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Md Arif bd: সুধী, নিবন্ধে বাংলা বিষয়শ্রেণী যোগ করবেন (ইংরেজি নয়)। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ২০:৩৩, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

জ্বী, ইংরেজী হতে কপি করে এনেছিলাম বাংলায় করবো এর মধ্যে রিমোভ করা হয়েছ। ধন্যবাদ বলে দেওয়ার জন্য। মোঃ আরিফ (আলাপ) ২০:৩৬, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Md Arif bd এবং Al Riaz Uddin Ripon: আপনি নিবন্ধে বহিঃসংযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতা যুক্ত করছেন, যা গ্রহণযোগ্য নয়। আরোও বিস্তারিত জানতে উইকিপিডিয়া:বহিঃসংযোগ দেখুন। আর রিয়াজ ভাই, উনি বহিঃসংযোগে ফেসবুক পাতা যুক্ত করলে আমি তা অপসারণ করি ও উনি আমার আলাপ পাতায় একই বার্তা পাঠান যা এখানে দিয়েছেন এবং আমি ইতিমধ্যে সেখানেও জবাব প্রদান করেছি। ~ নাহিয়ান আলাপ ২০:৩৬, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Md Arif bd: ইংরেজি বিষয়শ্রেণীগুলো আমি অপসারণ করেছিলাম। তবে পরবর্তীতে নিবন্ধের জন্য লোগো আপলোড করায় ব্যস্ত হয়ে যাওয়ায় আরোও বিষয়শ্রেণী যোগ করা হয়নি। ~ নাহিয়ান আলাপ ২০:৩৯, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Md Arif bd: ভাই, একই বার্তা যেকোনো একজায়গায় দিবেন। আপনি, ওপরের প্রথম বার্তাটি নাহিয়ান ভাইয়ের আলাপ পাতায়ও দিয়েছেন। বার্তা যেকোনো একজায়গায় দিলে কোনো প্রসঙ্গ বুঝতে সুবিধা হয়। আশা করি বিষয়টি পরবর্তীতে মাথায় রাখবেন। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০১:৫৮, ১৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আচ্ছা মোঃ আরিফ (আলাপ) ০৩:৪৮, ১৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

"বিদ্যানন্দ ফাউন্ডেশন" পাতায় ফেরত যান।