আলাপ:বাহুবলী ২: দ্য কনক্লুশন

সাম্প্রতিক মন্তব্য: BIJOY PAUL TONMOY কর্তৃক ৩ বছর পূর্বে "মূলভাব" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প চলচ্চিত্র
এই নিবন্ধটি উইকিপ্রকল্প চলচ্চিত্রের অংশ, যা উইকিপিডিয়ায় চলচ্চিত্র সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

মূলভাব সম্পাদনা

মাহেন্দ্র বাহুবালী তার দাদা(কাট্টপ্পা)এর কাছে তার পিতার ব্যাপারে কিছু জানতে চাইলে কাট্টপ্পা তাকে প্রথম থেকে সব কিছু বলতে থাকে। কাল্কেয়া সাথে যুদ্ধের পর রাজমাতা শিভগামি (রাম্যা কৃষন)প্রজাদের প্রতি বাহুবালির দরদ দেখে বাহুবালি কে রাজা ঘোষনা করে।কিন্তু ভাল্লালদেব (রানা দাজ্ঞহুবাতি)আড়ালে ষড়যন্ত্র করতে থাকে।অপরদিকে রাজমাতা শিভগামি দেবী বাহুবালি কে দেশভ্রমণে পাঠায়।বাহুবালি সেখানে দেভসেনার প্রেমে পরে যায়।পরে ষড়যন্ত্রের মাধ্যমে ভাল্লালদেব দেভসেনা কে পাওয়ার চেষ্টা করে।রাজমাতা শিভগামি দেবি তা জানতে পারলে বিবাহর প্রস্তাব পাঠায়। পত্রে ছেলে বলায় কাট্টপ্পা তাকে বাহুবালি মনে করে।দেভসেনা তাকে অহংকারী মনে করে প্রস্তাব নাকচ করে দেয়।শিবগামি দেবী রাগের বশে কুন্তল রাজ্য (দেভসেনার রাজ্য) আক্রমণ করে।বাহুবালি সেখানে থাকায় তারা বেঁচে যায়।বাহুবালি তখন দেভসেনা কে তার গৌরব ও মর্যাদা রক্ষার প্রতিজ্ঞা করে।তারপর সবাই রাজ্যে ফিরে যায়।সেখানে গিয়ে জানতে পারে প্রস্তাবটা ভাল্লালদেব্ জন্য।তখন কাট্টাপ্পা নিজের দোষ শিকার করে।তখন শিবগামি দেবী বাহুবালি কে সিংহাসন অথবা দেভসেনা কে বেছে নিতে বলে।বাহুবালি তখন দেভসেনা কে বেছে নেয়।ভাল্লালদেব রাজা হওয়ার পর বাহুবালি কে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করতে থাকে।একপর্যায়ে বাহুবালি কে রাজমহল থেকে বের করে দেওয়া হয়।সব শেষে ষড়যন্ত্রের মাধ্যমে কাট্টাপ্পার হাতে অমরেন্দ্র বাহুবালি কে হত্যা করে ভাল্লালদেব।অমরেন্দ্র বাহুবালির মৃত্যুর পর ভাল্লালদেব সেখানে গিয়ে সব কথা বলে।কাট্টাপ্পা সে কথা গুলো শুনার পর রাজমাতাকে এগুলো বললে রাজমাতা তার ভুল বুঝে।তারপর দেভসেনার ছেলে মাহেন্দ্র বাহুবালি কে মহারাজ ঘোষণা করে।ভাল্লালদেব রাজমাতা ও মাহেন্দ্র বাহুবালি কে মেরে ফেলার চেষ্টা করে।কিন্তু মাহেন্দ্র বাহুবালির দাদিমা মাহেন্দ্র কে বাচিঁয়ে রাখে। এসব শুনার পর মাহেন্দ্র বাহুবালি প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে।সেই অনুযায়ী মাহেন্দ্র বাহুবালি কাট্টাপ্পা কে নিয়ে বিদ্রোহ করে।যুদ্ধের মধ্যে মাহেন্দ্র বাহুবালি অনেক কষ্টে জয়লাভ করে। দেভসেনা নিজের হাতে ভাল্লালদেব এর চিতাতে আগুন দেয় এবং এর মাধ্যমে মাহিষ্মাতি সাম্রাজ্যে শান্তি ফিরে আসে।এবং মাহেন্দ্র বাহুবালি রাজা হয়। BIJOY PAUL TONMOY (আলাপ) ১০:৫৪, ২ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

"বাহুবলী ২: দ্য কনক্লুশন" পাতায় ফেরত যান।