আলাপ:বাদাখশন প্রদেশ

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৫ বছর পূর্বে "উচ্চারণ" অনুচ্ছেদে

উচ্চারণ সম্পাদনা

شان শীন + আলিফ + নুন মিনিয়ে "শান" উচ্চারণ হয়, কোনভাবেই "শন" হতে পারে না। --আফতাব (আলাপ) ১৫:০৮, ১ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: হা হা। অবশ্যই হয়। ভাষাগুলি সম্বন্ধে না জেনে এরকম এক তরফা কথা বলা মানায় না। যদি কারও ফার্সি ভাষা-পশতু ভাষার উচ্চারণ জ্ঞান থাকে, তার জন্য এটা খুবই সহজ হিসাব। আরবি লিপি অনেক ভাষাতেই ব্যবহার করা হয়, কিন্তু লিপিগুলির ধ্বনিমান ভাষাভেদে ভিন্ন ভিন্ন হয়। যারা ভাষাগুলি জানে, তারা এটা জানে। সঠিক ফার্সি-পশতু উচ্চারণ হবে বাদাখশন। এটা আরবির মত উচ্চারণ হবে না। লাতিন লিপি ইউরোপের বিভিন্ন ভাষাতে ব্যবহার হলেও ভাষাভেদে একই এবিসিডির উচ্চারণে ব্যাপক ভেদাভেদ হয়। ইংরেজিতে d শুনতে "ড"-এর মত, ফরাসিতে তা "দ"-এর মত। আরবি লিপিরও এরকম ভাষাভেদে ভিন্ন উচ্চারণ হয়। আপনি ব্যাপারটা ফার্সি/পশতু যে জানে, তার হাতে ছেড়ে দিন। --অর্ণব (আলাপ | অবদান) ১৭:৫৩, ২ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
@Zaheen: পূর্বের নামে ফেরত নেয়া হল। এখানে একজন ইরানীর করা উচ্চারণ দেখে আরো নিশ্চিত হলাম। --আফতাব (আলাপ) ১৫:১২, ১৮ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
"বাদাখশন প্রদেশ" পাতায় ফেরত যান।