আলাপ:বাগপথ জেলা

সাম্প্রতিক মন্তব্য: Nettime Sujata কর্তৃক ১ বছর পূর্বে "নিবন্ধের শিরোনাম" অনুচ্ছেদে

নিবন্ধের শিরোনাম সম্পাদনা

@Nettime Sujata: অধিকাংশ ভারতীয় ভাষায় ও গুগলে বাগপতের সমাধিক্য। এ বিষয়ে দৃষ্টি দেয়া প্রয়োজন বলে মনে করছি! - Suvray (আলাপ) ১৬:০৮, ১৪ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@Suvray: হ্যাঁ, এই বিষয়ে আপনাকে বলেছিলাম, যে অনেক শিরোনাম নিয়ে আমার সমস্যা হচ্ছে। শিরোনামগুলি সব তৈরি করে দেওয়া ছিল বলে আমি এখন হাত দিই নি। Nettime Sujata (আলাপ) ০৫:৪৪, ১৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@Suvray এবং Nettime Sujata: - অধিকাংশ ভারতীয় ভাষায় বাগপত থাকলেও লক্ষ্য করুন আমরা কিন্তু ভারতীয় অন্যান্য ভাষার পানীপত-কে পানিপথ বলে পড়েছি বা চিনেছি। "পত"/"পথ" এসেছে "প্রস্থ" থেকে, উপরন্তু পানিপথ ব্যতীত বাকি স্থানগুলির কোন ঐতিহাসিক গুরুত্ব বাঙালির কাছে বিশেষ নেই। সেই ধারাবাহিকতা বজায় রেখে পানীপত, সোনীপত, বাগপত এগুলি পানিপথ, সোনিপথ বা বাগপথ বেশি যুক্তিযুক্ত বলে মনে হয়। - শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) ১৩:০৬, ২৬ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
হ্যাঁ আমি একমত আপনার সঙ্গে। Nettime Sujata (আলাপ) ০৯:৫৫, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"বাগপথ জেলা" পাতায় ফেরত যান।