আলাপ:বাংলাদেশে ধর্ম অবমাননা, ৫৭ ধারার প্রভাব, সহিংসতা, অপহৃতদের তালিকা, ২০১৭

সাম্প্রতিক মন্তব্য: Aftabuzzaman কর্তৃক ৬ বছর পূর্বে ":" অনুচ্ছেদে

৩টা বিষয় সম্পাদনা

@Aftabuzzaman: ভাই, আমি আপনাকে আলাদা করে পিংগ করলাম, উইকির সকল প্রশাসকের কাছে একত্রে কোনো বার্তা পাঠাতে চাইলে, অর্থাৎ একসাথে সকল প্রশাসক আমার বার্তা দেখতে চাইলে আমি ঠিক কোন টেম্পলেট টা লাগাবো, সেটা জানিয়ে দিলে উপকৃত হই।

২) আমি এ নিবন্ধটি কিছুটা এগোনোর পর দেখছি, রচনা শৈলী ঠিক করার মত ছোট ছোট কাজ করতে গেলে তা মোবাইল ভার্সনে দৃশ্যমান সম্পাদনা হচ্ছে না। এজন্য মোবাইল থেকে সম্পাদনা করা সত্ত্বেও, উইকিতে এডিট করতে গেলে, তা ডেস্কটপ ভার্সনে নিয়ে গিয়ে করতে হচ্ছে, আমার এখানে দেওয়া রেফারেন্স গুলো, বাংলাদেশের প্রথম সারির পত্রিকার রেফারেন্স হওয়া সত্বেও, তা কি উইকিতে স্পাম হিসাবে গণ্য করছে??? বা এ বিষয়ে আপনার কি কোনো জানা শুনা আছে??? থাকলে ইনফো দিয়ে আমাকে সাহায্য করুন ৩) আমি এ পাতায় চিত্র সংযোজন করতে চাই, সে ছবি আমার তোলা নয়, এটা প্রথম আলো থেকে সংগৃহীত। এখন লাইসেন্স সংক্রান্ত বিষয় গুলো সম্বন্ধে অবগত না থাকায়, কাজটা করছি না, আপনি আমাকে সহজ ভাষায় বুঝিয়ে দিলে, বা ঠিক করে বর্ণণা আছে, এই ধরনের পাতার খোঁজ দিলে আমি উপকৃত হব। আপনাকে অগ্রিম ধন্যবাদ। ফাহিম (আলাপ) ১৯:০৩, ১০ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

@Fahim fanatic: ১) এই ধরনের কোন টেমপ্লেট আপাতত নেই, ভবিষ্যতে বানানো যেতে পারে। ২) কি ধরনের রচনা শৈলী দৃশ্যমান হচ্ছে না? আর তথ্যসূত্রের URL তে গুগলের লিঙ্ক থাকা চলবে না। যেমন আপনি https://www.google.com/url?q=http://www.prothom-alo.com/amp/bangladesh/article/1357686/%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A7%87-%E0%A6%9B%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 (বিশেষ:লগ/spamblacklist দেখুন) যোগ করতে চাচ্ছেন যাতে গুগলের লিঙ্ক আছে। আপনি URL থেকে উপরে দেখানো লাল অংশটুকু বাদ দিয়ে মূল পত্রিকার লিঙ্ক দিন। তাহলে আর স্প্যাম কালোতালিকা সক্রিয় হবে না। ৩) আমি যতটুকু জানি আপনি উইকিপিডিয়া:মুক্ত-নয় উপাদান ব্যবহারের যৌক্তিকতার নির্দেশাবলী অনুসারে উক্ত ছবি প্রথম আলো থেকে যোগ করতে পারবেন না। উইকিপিডিয়া:মুক্ত-নয় উপাদান ব্যবহারের যৌক্তিকতার নির্দেশাবলী তখনি প্রযোজ্য হবে যখন ছবিগুলি পাওয়ার সম্ভাবনা থাকবে না কারণ উক্ত বস্তু/বিষয়টির আর অস্তিস্ত নেই। এক্ষেত্রে যেহেতু সংশ্লিষ্ট জায়গায় যেয়ে মুক্ত ছবি পাওয়ার সম্ভাবনা আছে তাই "মুক্ত-নয় উপাদান" লাইসেন্স প্রযোজ্য হবে না। --আফতাব (আলাপ) ২০:১৩, ১০ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

: সম্পাদনা

@Aftabuzzaman: ভাই, ১){{adminhelp}} এর মাধ্যমে কি সব উইকি প্রশাসকের কাছে, সাহায্য বার্তা যায় না??? ইংরেজি উইকিতে বোধহয় যায়। ফাহিম (আলাপ) ২০:২০, ১০ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
তা আমার জানা নেই।আফতাব (আলাপ) ২০:৩৭, ১০ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
"বাংলাদেশে ধর্ম অবমাননা, ৫৭ ধারার প্রভাব, সহিংসতা, অপহৃতদের তালিকা, ২০১৭" পাতায় ফেরত যান।