আলাপ:বাংলাদেশে কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারী

সাম্প্রতিক মন্তব্য: ANKAN কর্তৃক ৩ বছর পূর্বে "বহিঃসংযোগ প্রসঙ্গে" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প কোভিড-১৯ (মূল্যায়ন - গুরুত্ব উচ্চ)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প কোভিড-১৯ অংশ, যা উইকিপিডিয়ায় কোভিড-১৯ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 উচ্চ  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী উচ্চ-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

ঘটনাক্রমে বিষয়বস্তু যোগ প্রসঙ্গে সম্পাদনা

@NahidSultan, আফতাবুজ্জামান, এবং Zaheen: সুধীবৃন্দ, আপনারা জানেন, করোনাভাইরাসের মহামারীর কারণে সারাদেশে প্রতিদিনই কমবেশি রোগী এ রোগে আক্রান্ত হচ্ছে। তাই নিবন্ধের ঘটনাক্রম অনুচ্ছেদে তথ্য যোগের ক্ষেত্রে এত তারিখে ২ জন রোগী শনাক্ত, অমুক তারিখে ৩ জন রোগী শনাক্ত এই ধরনের তথ্য যোগ না করে আমার মনে হয় মূল বা হাইলাইট করা তথ্য যোগ করা উচিত। ফলে, পাঠকদেরও মূল ঘটনাবলি পড়তে সুবিধা হবে। তবে, সর্বশেষ কত জন রোগী শনাক্ত হয়েছে সেটি রাখা যাবে বলে মনে করি। আশা করি মতামত দিবেন ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১০:১৫, ২২ মার্চ ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপাতত এভাবে যোগ হতে থাকুক, তবে অন্য দেশের মত যদি সংখ্যা অনেক হয়ে যায় তখন উদাহরণস্বরূপ en:Timeline of the 2020 coronavirus pandemic in Croatia-এর মত নিবন্ধ করে তাতে সরিয়ে নেয়া যাবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২২, ২২ মার্চ ২০২০ (ইউটিসি)উত্তর দিন

প্রতিদিনের খবর তুলো ধরার চেষ্টা করতে হবে। যেমন গত ২৯/০৪/২০২০ তারিখে বাংলাদেশে আক্রান্ত হয়েছে ৬৪১ জন, প্রানহানি হয়েছে ৮ জনের ইয়াসিন কাজী (আলাপ) ০২:৩৩, ৩০ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

তারিখের সাথে তথ্য তুলে ধরা যেতে পারে। তবে এতে পাঠকবৃন্দ সিদ্ধান্তহীনতায় ভুগবে। তারচেয়ে, প্রতিদিনের তথ্য উল্লেখ করাকেই যুক্তিযুক্ত মনে হয়। Tania Jannat (আলাপ) ২০:২৭, ১৬ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বহিঃসংযোগ প্রসঙ্গে সম্পাদনা

@Ahm masum: এই নিবন্ধে অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু নিবন্ধের বহিঃসংযোগে ইউটিউবের ভিডিও ঢালাওভাবে সংযোগ করা থেকে বিরত থাকুন। ঘরে পিপিই বানানো যায়না, এরকম ভিডিও উইকিপিডিয়ার নিবন্ধ থেকে প্রচারের পরিণতি মারাত্মক হতে পারে। মূল নিবন্ধে এরকম সংযোগ প্রদান না করে প্রয়োজনীয় সংযোগ বহিঃসংযোগে করুন, তাই বলে বহিঃসংযোগ প্রদানের তালিকা এত বিশাল করবেন না, প্রয়োজনে বহিঃসংযোগ কী তা পড়ে নিন। ধন্যবাদ। — অংকন (আলাপ) ০৬:১৯, ২১ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

গট এ নেড স্টার্ক বলেছিল, ' কিন্তু শব্দের আগে বলা সমস্ত.. কথাই আসলে বুলশিট '। আপনার কথাটা শোনার পর অর্থটা অর্থটা পুরোপুরি বুঝে আসলো 😎। 'বহিঃসংযোগ' অংশের যেই ভিডিওটির কথা আপনি উল্লেখ করলেন সেটি যুক্ত করা হয়েছিল গত মার্চ মাসের ২৭ তারিখে (৩ বছর, ১১ মাস, ৩ সপ্তাহ ও ২ দিন পূর্বে) । আমি নিশ্চিত অনেক উইকিপিডিয়ানই আমার সাথে একমত হবেন যে সেসময় দেশের অবস্থার প্রেক্ষিতে ঐ বহিঃসংযোগ থাকাটা জরুরী ছিল বৈকি। যেহেতু তিনি পোষাক শিল্পের দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন একজন ডিজাইনার, সেকারনে 'সুরক্ষা পোষাক' সম্পর্কিত তার পরামর্শগুলো বাংলাদেশী পাঠকের জন্য 'তখন' দরকারী ছিল। আর, 'বহিঃসংযোগ' অংশের ১৫ তম ভিডিও ২ টি বাংলাদেশ সরকার প্রদত্ত। ইউটিউব ডট কম এ থাকলেই যে কোন একটি ভিডিও নীতিমালাবিরোধী হয়ে যায় না; পুরোনো ব্যবহারকারী হিসেবে এতদিনে এটা আপনার জানা উচিৎ ছিল। যাইহোক, বহিঃসংযোগ আসলে কি সেটা আপনাকে আরেকবার পড়ে দেখার পরামর্শ দিচ্ছি। আর, নিবন্ধে সামান্য কিছু ঝাড়ামোছা করার জন্য আপনাকে ধন্যবাদ 🤗। --মহামতি মাসুম (আলাপ) ০৯:৫১, ২১ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Ahm masum: দুঃখিত, বার্তাটি চোখে পড়েনি এতদিনে। প্রথমত, যেটা আপনি বোঝেননি সেই ব্যাপারে আলোকপাত করি। ইউটিউব ডট কম এ থাকলেই যে কোন একটি ভিডিও নীতিমালাবিরোধী হয়ে যায় এই কথাটি আমার বার্তাতে কোথাও দেখছিনা, তাই এ সংক্রান্ত আপনার বার্তাটি তো অবশ্যই, পরবর্তী বার্তাটিও সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং দুঃখজনক। তাই পরবর্তীতে প্রতিউত্তরের পূর্বে বার্তা সঠিকভাবে পড়বার অনুরোধ রইল। বহিঃসংযোগটি এখন মানানসই দেখছি, তাই পুরাতন ব্যাপারে নির্দিষ্টভাবে বলার অর্থ দেখছি না। ধন্যবাদ, ভালো থাকবেন। — অংকন (আলাপ) ১৬:২৯, ১ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"বাংলাদেশে কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারী" পাতায় ফেরত যান।