আলাপ:বাংলাদেশের পাখির তালিকা

সাম্প্রতিক মন্তব্য: Anup Sadi কর্তৃক ৫ বছর পূর্বে "রচনাশৈলী প্রসঙ্গে" অনুচ্ছেদে

রচনাশৈলী প্রসঙ্গে সম্পাদনা

এই পাতাটি বহুদিন ধরে দুইভাবে লেখা আছে। শুরুতে তালিকার প্রায় ১৭৭টি প্রজাতিকে ছক তৈরি করে দেখানো হয়েছে। এবং পরের নামগুলো ছক ছাড়া উল্লেখ করা হয়েছে। পাতাটি কেউই ছক আকারে তৈরি করে শেষ করতে পারবেন বলে মনে হয় না। ফলে পাতাটিকে ইংরেজি পাতার অনুকরণে বা ১৭৮ নং থেকে যেভাবে লেখা হয়েছে সেভাবে ছক ছাড়া লেখার অনুরোধ করছি। এরকম একটি গুরুত্বপূর্ণ পাতা, এইভাবে রেখে দিলে অসুন্দরও দেখায়। আপনারা মতামত দিলে আমি পাতাটিতে কিছুটা কাজ করতে পারি।--সাদি (আলাপ) ১৭:৩৮, ১৫ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

"বাংলাদেশের পাখির তালিকা" পাতায় ফেরত যান।