আলাপ:বাংলাদেশের ইতিহাস

সাম্প্রতিক মন্তব্য: দেশপ্রেমিক বাংলাদেশী কর্তৃক ৩ বছর পূর্বে "মৌর্যযুগ" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প বাংলাদেশ (মূল্যায়ন - মান গ, গুরুত্ব উচ্চ)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প বাংলাদেশের অংশ, যা উইকিপিডিয়ায় বাংলাদেশ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 অমূল্যায়িত  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী গ-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 উচ্চ  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী উচ্চ-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

তথ্যসূত্র সম্পাদনা

বাংলাদেশের ইতিহাস লেখা হয়েছে সব বিদেশী বইয়ের সূত্র ব্যবহার করে। বাংলাদেশি কিছু বইয়ের সূত্র উল্লেখ করা যেতে পারে। এবং উইকিপিডীইয়াতে বাংলাদেশের ইতিহাস আলোচনার ভিত্তিতে মধ্যপন্থী হওয়া উচিত। এফ রহমান (আলাপ) ২০:১৯, ১১ জুলাই ২০১৪ (ইউটিসি)এফ রহমানউত্তর দিন

খুব ভাল কথা বলেছেন। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি এর বাংলাদেশ ইতিহাস নামে তিন খন্ডের বই আছে যেখানে সামাজিক, অর্থনীতি, রাজনৈতিক খন্ড বিদ্যমান। কিন্তু দুঃখের সাথে সেখানেও বিদেশী লেখকের,বিদেশী সাইটেশনের আধিপত্য বিদ্যমান। তাই কাজ টা তে ধৈর্যের এবং প্রকৃত বিশ্লেষণের দরকার। দেশপ্রেমিক বাংলাদেশী (আলাপ) ১৮:১৩, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

একপেশে ইতিহাস সম্পাদনা

বাংলা কখনই স্বাধীন ছিল না এটা মুলত আর সি মজুমদার এর মত কলোনিয়াল স্টেরিওটাইপ ইতিহাসবিদ দের মত । এছাড়াও কিছু সমাজতান্ত্রিক পক্ষপাতদুষ্ট দার্শনিক , যারা ইতিহাস নিয়ে কখনই গবেষণা করেননি ফিল্ডে তারা এরকম কথা বলেছেন । আর আমরা শুধু ১৯৭১ এ স্বাধীন হয়েছি এটা একেবারেই দলীয় মতবাদ , সো উইকি তে এরকম নিম্ন মানের তথ্য সংকলিত আর্টিকেল কি করে লেখা হয় সেটা আসলে প্রশ্ন করার মত বিষয় ।— Hasan4463 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

স্বাধীনতার ঘোষণা সম্পাদনা

২৭শে মার্চে কালুরঘাট বেতারকেন্দ্র থেকে জিয়া কেবল মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন, তিনি স্বাধীনতার ঘোষণা দেননি। স্বাধীনতার ঘোষণা দেওয়া ও ঘোষণাপত্র পাঠ করা একই ব্যাপার নয়।— Hamid Abrar Khan (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

মৌর্যযুগ সম্পাদনা

প্রথমে ধারাবাহিকভাবে উল্লিখিত বিভিন্ন ঐতিহাসিক যুগের সাথে মৌর্যযুগের মতো গুরুত্বপূর্ণ যুগকে অন্তর্ভুক্ত করা হয়নি। আলবি রেজা (আলাপ) ১২:৫২, ২৮ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@আলবি রেজা: বাংলা উইকিপিডিয়ায় সম্পাদক কম হওয়ায় বিভিন্ন জায়গায় বহু কিছুর অভাব-সমস্যা দেখতে পাবেন। সাহস করে এগিয়ে যেয়ে যোগ করার জন্য ধন্যবাদ। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:৪৯, ২২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ লেখককে। দেশপ্রেমিক বাংলাদেশী (আলাপ) ১৮:২০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

"বাংলাদেশের ইতিহাস" পাতায় ফেরত যান।