আলাপ:বড়ওয়ানি জেলা

সাম্প্রতিক মন্তব্য: Suvray কর্তৃক ৪ বছর পূর্বে "নিবন্ধের গ্রহণযোগ্যতা" অনুচ্ছেদে

নিবন্ধের গ্রহণযোগ্যতা সম্পাদনা

@Marajozkee: ব্যাঘ্র প্রকল্প এডিটাথন ২০১৯-এ অংশগ্রহণ করায় সাধুবাদ জানাই। অত্র নিবন্ধের [২০০৬ সালে ভারত সরকারের পঞ্চয়েত রাজ মন্ত্রণালয় খাণ্ডোয়াকে দেশের ২৫০ টি পিছিয়ে পড়া জেলার (মোট ৬৪০ টির মধ্যে) এই জেলাটিকে চিহ্নিত করেছে।] বাক্যে [খাণ্ডোয়াকে] এলো কোত্থেকে? সবচেয়ে ভালো হয় - প্রতিটি বাক্য ধীরলয়ে পড়ে পড়ার উপযোগী করে তোলা। সুতরাং, অতিশীঘ্র সংশোধনের জন্যে অনুরোধ করছি। - Suvray (আলাপ) ১৪:০৫, ১৬ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Suvray: সংশোধন করে দিয়েছি। একটু দেখে নেবেন। Marajozkee (আলাপ) ১৪:১৮, ১৮ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Marajozkee: একই সমস্যা বুরহানপুর জেলা-সহ অন্যান্য নিবন্ধে রয়েছে। [২০১১ সালের ভারতীয় জনগণনা অনুসারে রামবান জেলা মোট জনসংখ্যা ছিল ৭৫৭,৮৪৭ জন।] সবচেয়ে ভালো হয় - আপনা কর্তৃক প্রণীত জেলার নিবন্ধসমূহে এ ধরনের সমস্যাগুলোর সমাধান করা! - Suvray (আলাপ) ১৪:৪১, ১৮ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"বড়ওয়ানি জেলা" পাতায় ফেরত যান।