আলাপ:ফিলে (মহাকাশযান)

সাম্প্রতিক মন্তব্য: Munirujjaman কর্তৃক ৯ বছর পূর্বে "নিবন্ধের গঠনমূলক সমালোচনা" অনুচ্ছেদে

নিবন্ধের গঠনমূলক সমালোচনা সম্পাদনা

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নিবন্ধ বাংলা উইকিতে সত্যিই কম। তাই এমন একটি বিষয়ে সুন্দর তথ্যবহুল এমন একটি নিবন্ধের জন্য প্রথমেই অভিনন্দন জানাই। আমি দেখলাম নিবন্ধটি আজাকিতে মনোনয়নের জন্য পেশ করা হয়েছে। তাই প্রবন্ধটির মান উন্নয়নের জন্য সামান্য কিছু পরামর্শ। -

  1. বেশ কিছু বাক্যবিন্যাস যথাযথ নয়। যেমন - "... পৃথিবী ছাড়ার পর ১০ বছর ধরে ধুমকেতুতে(67P/Churyumov–Gerasimenko) নির্ধারিত অবতরণ পূর্ব পর্যন্ত [৭][৮][৯] ১২ নভেম্বর, ২০১৪ সালে এটি নিয়ন্ত্রিত উপায়ে ধুমকেতুর প্রানকেন্দ্রে অবতরন করে" বাক্যাংশটির প্রথম অংশে 'অবতরণ পূর্ব পর্যন্ত' না বলে 'অবতরণের পূর্ব পর্যন্ত' বলাই ঠিক ছিল। তাছাড়া ধুমকেতুর নামটি পরে ব্র্যাকেটে এবং ইংরেজিতে না লিখে ৬৭পি চুরিয়ুমভ-গেরাশিমেঙ্কো ধুমকেতু লিখলেই বোধ হয় পড়াটা আরও অনেক সহজ হত।
  2. মহাকাশযানটির নাম প্রথমে লেখা হয়েছে 'রোসেটা' এবং পরে (অবতরণ অংশে)'রোজেটা'। যেকোনো একটা ব্যবহার করা ভাল।
  3. রোমান অক্ষরে লেখা যথাসম্ভব এড়িয়ে বাংলা অক্ষরে লিখলে নিবন্ধটি সাধারণ পাঠকের পক্ষে পড়ার সুবিধে হয়। যেমন - Darmstadt না লিখে ডার্মস্টাট লিখলে বাঙালি পাঠকের পক্ষে পড়ার সুবিধে।

নিবন্ধটির মানোন্নয়নের উদ্দেশ্যে এগুলি নিছক বন্ধুত্বপূর্ণ পরামর্শ। নতুন বছরে সকলে ভালো থাকুন। -- Arindam Maitra (আলাপ) ১১:৩৪, ১ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

Arindam Maitra - আপনি যে পরামর্শ দিয়েছেন তা খুবই যৌতিক এবং আপনি এটা নিজেই পরিবর্তন করতে পারেন। সবার অংশগ্রহনের মাধ্যমেই উইকিপিডিয়া সম্বৃদ্ধ হবে। ধন্যবাদ- --Raju (আলাপ) ১৬:১৫, ৩ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
"ফিলে (মহাকাশযান)" পাতায় ফেরত যান।