আলাপ:প্রোফেসর শঙ্কু

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৪ বছর পূর্বে "পাতার নাম পরিবর্তন করে প্রোফেসর শঙ্কু সিরিজ বা সমগ্র রাখা হোক" অনুচ্ছেদে

পাতার নাম পরিবর্তন করে প্রোফেসর শঙ্কু সিরিজ বা সমগ্র রাখা হোক

সম্পাদনা

সত্যজিৎ রায়ের প্রোফেসর শঙ্কু সিরিজের আটটি বইয়ের নামের মধ্যে প্রথম বইটির নাম প্রোফেসর শঙ্কু৷ এই পাতাটির নাম প্রোফেসর শঙ্কু হওয়ায় এই সিরিজের প্রথম বইটির নামে পাতা তৈরী করা সম্ভব হচ্ছে না৷ এমন করা যেতে পারে, প্রতিটি খণ্ডের নামে আলাদা পাতা না করে একই পাতায় বিস্তারিত আলোচনা রাখা যা ভিন্ন ভিন্ন পাতায় থাকা সম্ভব৷ এতে পাতার সাইজ বড় হয়ে যাবে৷ আর ভিন্ন ভিন্ন নামে পাতা করলে, প্রথম পাতাটি প্রোফেসর শঙ্কু রাখা জরুরী, কেননা, সিরিজের আটটি বইয়ের মধ্যে এটি প্রথম৷ --তাহের আলমাহদী ০৮:২৯, ২০ আগস্ট ২০১৮ (ইউটিসি)

যেহেতু প্রোফেসর শঙ্কু বইটি থেকে প্রোফেসর শঙ্কু চরিত্র বেশী জনপ্রিয়, চরিত্র নিবন্ধের (এই নিবন্ধের) নাম যেমন আছে তাই রাখুন। বইয়ের জন্য "প্রোফেসর শঙ্কু (বই)" ও সমগ্রের জন্য "প্রোফেসর শঙ্কু সমগ্র" নাম দিন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৩৩, ২৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
"প্রোফেসর শঙ্কু" পাতায় ফেরত যান।