আলাপ:প্রাক-ইসলামি আরবে ধর্মবিশ্বাস

সাম্প্রতিক মন্তব্য: Wakim32 কর্তৃক ৫ বছর পূর্বে "নিবন্ধের নাম পরিবর্তনের জন্য মতামত আহ্বান" অনুচ্ছেদে

নিবন্ধের নাম পরিবর্তনের জন্য মতামত আহ্বান সম্পাদনা

নিবন্ধটি যোগ করার সময় "আরব্য পুরাণ" নামটি আমিই বেছে নিয়েছিলাম। কিন্তু সংশ্লিষ্ট ইংরেজি নিবন্ধটি পড়ে এখন মনে হচ্ছে, নামটি যথাযথ হয়নি। এই নিবন্ধের নাম "প্রাক-ইসলামি আরব ধর্ম" নামে পরিবর্তনে প্রস্তাব রাখছি। নাম পরিবর্তনের বিষয়ে অন্যান্য অবদানকারীদের মতামত ও প্রস্তাবও আহ্বান করছি। --Jonoikobangali (আলাপ) ১৮:০৪, ৩ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

"প্রাক-ইসলামি আরবে ধর্ম" হলে আরও সঙ্গতিপূর্ণ হয়। ইংরেজি উইকিতেও দেখলাম "Religion in pre-Islamic Arabia" এমন দেওয়া আছে। প্রাক-ইসলামি আরব ধর্ম বলতে বিষয়টি এমন হয়ে যাচ্ছে যে, ধর্মটির নাম প্রাক-ইসলামি আরব। যেমন - খ্রিস্ট ধর্ম, এখানে "খ্রিস্ট" ধর্মের নাম।--ওয়াকিম (আলাপ) ১৮:১৪, ৩ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
"প্রাক-ইসলামি আরবে ধর্মবিশ্বাস" পাতায় ফেরত যান।