আলাপ:পুণ্যের প্রচার ও পাপাচার প্রতিরোধ কমিটি (সৌদি আরব)

সাম্প্রতিক মন্তব্য: মো. মাহমুদুল আলম কর্তৃক ২ বছর পূর্বে "বাক্যগঠন" অনুচ্ছেদে

বাক্যগঠন সম্পাদনা

@মো. মাহমুদুল আলম: "নাম" অনুচ্ছেদে বাক্যগঠন ঠিক নেই। ইতিহাস, গঠন, ভূমিকা অনুচ্ছেদেও একই সমস্যা। উদা: "প্রাক-আধুনিক ইসলামী ইতিহাসে এর আইনী বাস্তবায়ন মুহতাসিব (মার্কেট ইন্সপেক্টর) নামে একজন ঐতিহ্যবাহী ইসলামিক সরকারি কর্মকর্তার কাছে ন্যস্ত করা হয়েছিল। যার বিরুদ্ধে জালিয়াতি, জনশৃঙ্খলার বিঘ্ন ঘটানো এবং পাবলিক নৈতিকতার বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল।"

প্রশ্ন হল, মুহতাসিব বিরুদ্ধে কেন জালিয়াতি, জনশৃঙ্খলার বিঘ্ন ঘটানো অভিযোগ আনা হয়? নাকি বুঝাতে চেয়েছেন জালিয়াতি, জনশৃঙ্খলার বিঘ্ন ঘটানোকারীদের বিচারের দায়িত্বে ছিলেন মুহতাসিব

কষ্ট করে নিবন্ধের বাক্যগঠন ঠিক করুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:২২, ৩১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধটি অসম্পুর্ণণ আছে। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ২০:৩০, ৩১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@মো. মাহমুদুল আলম: তা সমস্যা নয়। কিন্তু যে কয়েক লাইন অনুবাদ করছেন, সেগুলির বাক্যগঠন ঠিক করে নেন। ভাবানুবাদ করেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:৩৬, ৩১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
এখন ঠিক আছে কি -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৪:১৮, ১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"পুণ্যের প্রচার ও পাপাচার প্রতিরোধ কমিটি (সৌদি আরব)" পাতায় ফেরত যান।