আলাপ:পল্লী অঞ্চল

সাম্প্রতিক মন্তব্য: Jonoikobangali কর্তৃক ১৪ বছর পূর্বে "নাম পরিবর্তনের প্রস্তাব" অনুচ্ছেদে

নাম পরিবর্তনের প্রস্তাব সম্পাদনা

আমার মনে হয়, এই নিবন্ধের শিরোনাম হিসেবে গ্রাম কথাটি অধিক প্রযোজ্য। গ্রাম শব্দটির ব্যবহার আরো ব্যাপক নয় কী?? --অর্ণব দত্ত (আলাপ) ১১:১৭, ২৮ ফেব্রুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

পরিমাণের একক গ্রামের থেকে পল্লিগ্রামকে আলাদা করতে চাইলে, গ্রামাঞ্চল বা গ্রাম (অঞ্চল)-ও চলতে পারে। --অর্ণব দত্ত (আলাপ) ১১:১৯, ২৮ ফেব্রুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন
ইংরেজী উইকিতে কিন্তু গ্রাম (village) এবং পল্লীঅঞ্চল (rural area) নামে দুইটি আলাদা নিবন্ধ আছে। অন্যান্য ভাষার উইকিতেও তাই, এজন্যে আমার মনে হয় গ্রাম ও পল্লীঅঞ্চল দুইটি আলাদা নিবন্ধ হিসেবে থাকা উচিত। -তানভির মোর্শেদ (আলাপ) ১৫:৫৮, ২৮ ফেব্রুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন
সেক্ষেত্রে এই নিবন্ধ থেকে গ্রাম কথাটি বাদ দিলেই ভাল হয়। আর প্রথম দিকে একটি নোটিফিকেশন জারি করে দেওয়া ভাল এই মর্মে যে, এই নিবন্ধটি গ্রামীণ এলাকা সম্বন্ধিত; নির্দিষ্ট জনবসতি সম্পর্কে জানতে হলে দেখুন গ্রাম। অনেক নিবন্ধের শুরুতেই এই ধরনের ঘোষণা দেখতে পাবে। --অর্ণব দত্ত (আলাপ) ১৬:১৫, ২৮ ফেব্রুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন
"পল্লী অঞ্চল" পাতায় ফেরত যান।