আলাপ:পদার্থের বৈশিষ্ট্যাবলীর তালিকা
সাম্প্রতিক মন্তব্য: Joy কর্তৃক ১৫ বছর পূর্বে
এই পাতাটি পদার্থের বৈশিষ্ট্যাবলীর তালিকা নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
দুটো নিবন্ধকে একত্রিত করা যেতে পারে। তাহলে সম্ভবত খুঁজতে সুবিধে হবে। ইংরেজী উইকি থেকে আমি এটা অনুবাদ শুরু করেছি, তাই ওদের মতই সাজানো শুরু করেছিলাম। পরিবর্তন করলে সমস্যা নাই, বরং সুবিধাই হবে বলে মনে হচ্ছে। আর সংশ্লিষ্ট নিবন্ধে পদার্থের প্রতিটি বৈশিষ্ট্যে ভিন্ন পাতার লিংকের পাশাপাশি তার নিচে অল্প কয়েক লাইনে কিছু ভূমিকা জাতীয় বর্ননা দিলে মনে হয় বেশ ভাল হবে। অন্যদের মতামতের অপেক্ষায় আছি। --ফয়সাল ০৬:৫৪, ১৪ মে ২০০৯ (ইউটিসি)(আলাপ | অবদান)
- আপনি যে নিবন্ধ শুরু করেছেন তা আমি ইংরেজি উইকিতে খুজে পাইনি। আপনি ঠিক কোন ইংরেজি উইকি অনুবাদ করছেন বলবেন? পদার্থের বৈশিষ্ট্য বলতে আপনি কি Properties of Matter কে বোঝাতে চাইছেন? কিন্তু ঐ নামে কোন নিবন্ধ ইংরেজি উইকিতে নেই। একটু বিষয়টা পরিষ্কার করুন।ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ০৭:০৬, ১৪ মে ২০০৯ (ইউটিসি)