আলাপ:পথের দাবী
সাম্প্রতিক মন্তব্য: Kaisernahid কর্তৃক ১৬ বছর পূর্বে
এই পাতাটি পথের দাবী নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
এ ধরণের নিবন্ধ তৈরি করে লাভ কি? এতে আর কতটুকু তথ্য যোগ করা যাবে। আমার মনে হয় স্রষ্ট্রার এ ব্যাপরটা চিন্তা করা উচিত। এ ধরণের নিবন্ধ শুধু বাংলাউইকিপেডিয়ার নিবন্ধের সংখ্যাই বাড়াবে, বাংলাউইকিপেডিয়ার মান বাড়াবে না বরং নষ্ট করবে। আমি এ ধরণের নিবন্ধ মুছে ফেলার প্রস্তাব করছি।--বেলায়েত ২০:১৬, ১৭ আগস্ট ২০০৬ (ইউটিসি)
- শরৎচন্দ্রের লেখা অন্য উপন্যাসগুলোর সাথে পথের দাবির উল্লেখযোগ্য পার্থক্য আছে, এই উপন্যাস লেখার কারণে শরৎচন্দ্রকে রাজদ্রোহীতার অপরাধে অভিযুক্ত করা হয় এবং রবীন্দ্রনাথ-এর সাথে এই নিয়ে শরৎচন্দ্রের পত্র যোগাযোগ হয়, যা ঐতিহাসিক গুরুত্বের দাবি রাখে। আমি জানি না, নিবন্ধ সৃষ্টিকারী কেন ২ বছরে একটি লাইনও যোগ করেননি! এই মুহূর্তে আমার কাছে ঐতিহাসিক তথ্যসূত্র নেই। পাওয়ামাত্র আমি তা মূল নিবন্ধে যোগ করার আশা করছি।--কায়সার মোঃ নাহিদুজ্জামান ০৬:৪০, ১২ জুলাই ২০০৮ (ইউটিসি)
- নিবন্ধ মোছার কোন প্রশ্নই আসে না। আপনি সময় পেলেই নতুন তথ্য যোগ করে দিন। আশা করছি আপনার অবদানে উইকিপিডিয়া আরও সমৃদ্ধ হবে। --অর্ণব (আলাপ | অবদান) ১১:৩৪, ১২ জুলাই ২০০৮ (ইউটিসি)
- ধন্যবাদ আপনাকে।--কায়সার মোঃ নাহিদুজ্জামান ০৫:২৫, ১৩ জুলাই ২০০৮ (ইউটিসি)
- নিবন্ধ মোছার কোন প্রশ্নই আসে না। আপনি সময় পেলেই নতুন তথ্য যোগ করে দিন। আশা করছি আপনার অবদানে উইকিপিডিয়া আরও সমৃদ্ধ হবে। --অর্ণব (আলাপ | অবদান) ১১:৩৪, ১২ জুলাই ২০০৮ (ইউটিসি)