পথের দাবী

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখিত বাংলা উপন্যাস

পথের দাবী বিংশ শতাব্দীর প্রথমভাগের অন্যতম বাঙ্গালী কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক বিরচিত একটি জনপ্রিয় উপন্যাস। এ উপন্যাসটি ১৯২৬ খ্রিষ্টাব্দের আগস্ট মাসে সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল। ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক অসাধারণ বিপ্লবী সব্যসাচী ও তার সাথীদের সংগ্রামের কাহিনী নিয়ে ব্রিটিশ শাসনামলে লিখিত একটি রাজনৈতিক ও সাহসী উপন্যাস।[২] যেটি ব্রিটিশ শাসিত ভারতে নিষিদ্ধ হয়েছিল।

পথের দাবী
পথের দাবী উপন্যাসের প্রথম পাতা
লেখকশরৎচন্দ্র চট্টোপাধ্যায়
প্রচ্ছদ শিল্পীসত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়
দেশ ভারত
ভাষাবাংলা
বিষয়উপনিবেশবাদ বিরোধী বিপ্লব
ধরনউপন্যাস
পটভূমিব্রিটিশ ভারত
প্রকাশকউমাপ্রসাদ মুখোপাধ্যায় (কটন প্রেস থেকে)[১]
প্রকাশনার তারিখ
আগস্ট, ১৯২৬
মিডিয়া ধরনছাপা বই
আইএসবিএননাই {{ISBNT}} এ প্যারামিটার ত্রুটি: অবৈধ অক্ষর

ইতিহাস সম্পাদনা

পথের দাবী ধারাবাহিক ভাবে বঙ্গবাণী পত্রকায় বের হত। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ি ছিল পত্রিকার অফিস। পুলিশ কমিশনারের চিঠি ও নোট অনুযায়ী তদানিন্তন চিফ সেক্রেটারি পথের দাবীকে 'বিষময়' বলে উল্লেখ করেন। ১৯২৬ সালের ১১ ডিসেম্বর এডভোকেট জেনারেল ব্রজেন্দ্রনাথ মিত্র মত দেন যে পথের দাবী দেশদ্রোহকর ও বাজেয়াপ্তযোগ্য। ১৯২৭ এর ৪ জানুয়ারি প্রকাশিত গেজেটে পথের দাবী নিষিদ্ধ হয়। সারা দেশ জুড়ে এই নিষিদ্ধকরণের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছিল। আইনসভাতে সুভাষচন্দ্র বসু ও হরেন্দ্রনাথ চৌধুরী প্রশ্ন তোলে নিষিদ্ধকরণের যৌক্তিকতা নিয়ে।[৩]

চলচ্চিত্র সম্পাদনা

১৯৭৭ সালে পথের দাবী সব্যসাচী নামে চলচ্চিত্রায়িত হয়। পরিচালক পীযুষ বোস। অভিনয় করেন উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, অনিল চ্যাটার্জী, তরুনকুমার প্রমুখ।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Publisher" 
  2. শরৎ রচনাবলী, ড. সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অন্যান্য সম্পাদিত, নাথ পাবলিশিং, কলকাতা, শ্রাবণ, ১৪১৮, পৃষ্ঠা-৫৯৯।
  3. শিশির কর (২০০৯)। ব্রিটিশ শাসনে বাজেয়াপ্ত বাংলা বই। কলকাতা: আনন্দ পাবলিশার্স প্রা: লি:। পৃষ্ঠা ১৯৮, ২০১। আইএসবিএন 81-7066-137-4 

আরও পড়ুন সম্পাদনা

An Evaluation of Saratchandra