আলাপ:নোয়াখালী দাঙ্গা
এই পাতাটি নোয়াখালী দাঙ্গা নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
WikiProject icon | ভারত গ‑শ্রেনী নিম্ন‑গুরুত্বপূর্ণ | |||||||||
|
লেখক অনেক ভাল লিখেছেন। কিন্তু আমার মনে হয় লেখক এখানে তার নিরপেক্ষতাকে ধরে রাখতে পারেন নি। তিনি নিবন্ধনটি লেখার সময় অনেক বিদ্ধেশ এবং আক্রসের পরিচয় দিয়েছেন। তার লেখনীতে এক প্রকার আক্রমানাত্তক মনোভাবের প্রকাশ পেয়েছে বলে আমি মনে করি।--------- তুহিন হাসান
আমি একমত। এবং একই সময়ে ঘটে যাওয়া কলকাতা দাঙ্গা এর নিবন্ধ অত্যন্ত দুর্বল ভাবে লেখা এবং বিহার দাঙ্গা নিয়ে আদৌ কোনও লেখা নেই। উইকিপিডিয়ার নিরপেক্ষতার স্বার্থে এই লেখা তে কলকাতা দাঙ্গা এর বিবরণ সংযোগ করলাম --Smcbuet (আলাপ) ২০:৫১, ১৭ মে ২০১৯ (ইউটিসি)
লেখক অনেক ভাল লিখেছেন। কিন্তু আমার মনে হয় লেখক এখানে তার নিরপেক্ষতাকে ধরে রাখতে পারেন নি। তিনি নিবন্ধনটি লেখার সময় অনেক বিদ্ধেশ এবং আক্রসের পরিচয় দিয়েছেন। তার লেখনীতে এক প্রকার আক্রমানাত্তক মনোভাবের প্রকাশ পেয়েছে বলে আমি মনে করি। 119.30.35.211 (আলাপ) ১৪:৩১, ৯ এপ্রিল ২০১৫ (ইউটিসি) তুহিন হাসান ০৮ ঃ ২৯ ৯ এপ্রিল ২০১৫