আলাপ:নির্মাণের তারকা

সাম্প্রতিক মন্তব্য: Faizul Latif Chowdhury কর্তৃক ৭ বছর পূর্বে "উল্লেখযোগ্যতা" অনুচ্ছেদে

উল্লেখযোগ্যতা সম্পাদনা

এরকম বহু বাণিজ্যিক প্রতিযোগিতা বাংলাদেশে হচ্ছে, একই কারণে এই নিবন্ধের উল্লেখযোগ্যতা নেই বলেই আমি মত দিচ্ছি। — তানভিরআলাপ০৫:৩৯, ৬ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

উল্লেখযোগ্যতা নেই বলে সহমত প্রকাশ করছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:১৭, ৭ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন
আমিও একমত পোষণ করছি, এটিকে অপসারণ করুন। ধন্যবাদ--হেমায়েত (আলাপ) ১০:২২, ৩ মার্চ ২০১২ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধটির উল্ল্যেখযোগ্যতা নেই এই মাতের সাথে আমি একমত হতে পারছিনা । অনুষ্ঠানটি বাংলাদেশের নির্মাণ শ্রমিকদের নিয়ে এবং এটি যথেষ্ট প্রচারণা পেয়েছে । উপরন্তু এ ধরণের রিয়েলিটি শো নিয়ে প্রচুর নিবন্ধ ইংরেজি উইকিপিডিয়াতে আছে যাতে অনেক ভারতীয় শো নিয়ে নিবন্ধও অন্তর্ভুক্ত, উদাহরণ: en:Dance India Dance । এদের উল্ল্যেখযোগ্যতা নিয়ে কিন্তু কখনো কোন প্রশ্ন তোলা হয়নি । যেহেতু নিবন্ধটি যথেষ্ট বড় এবং তথ্যসূত্র বিদ্যমান তাই আমার মত নিবন্ধটির উল্লেখযোগ্যতা আছে এবং এটি থাকুক । আলী হায়দার খান তন্ময় (আলাপ) ১২:০৪, ৩ মার্চ ২০১২ (ইউটিসি)উত্তর দিন

তথ্যবহুল বলে রেখে দেয়া যায়। বাণিজ্যিক হওয়া দোষের কিছু নয়। এটা সময়ের ইতিহাস বটে। --Faizul Latif Chowdhury (আলাপ) ১৮:১৩, ৩ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
"নির্মাণের তারকা" পাতায় ফেরত যান।