এক বা একাধিক অবদানকারী নিবন্ধটির উপর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের উদ্দেশ্যে অনুরোধ, দয়া করে আপনারা তথ্যসূত্রের ২নং স্মারক গ্রন্থটি সংগ্রহ করে পড়ুন । এখানে এমন কুড়িজন প্রাজ্ঞ লেখকের( তন্মধ্যে নির্মল দাশের সহকর্মী ড.পবিত্র সরকার, গবেষক ছাত্রী গৌরী ঘোষ, কন্যা শতাব্দী দাশ জনশিক্ষা আন্দোলনের তাঁর পুরানো সহকর্মী শক্তি মণ্ডল প্রমুখ) রচনা আছে। এমনকি নির্মল দাশের আত্মজীবনীর কিছু অংশও আছে। সুতরাং নিবন্ধের সত্যতা প্রমাণ আপনার প্রবন্ধগুলি পাঠের মধ্যেই আসবে। স্মারক গ্রন্থ- জনশিক্ষা ভাবনা অষ্টম বর্ষ, ১ম সংখ্যা এপ্রিল-জুন,২০১৬ প্রকাশক- সত্যেন মৈত্র জনশিক্ষা সমিতি , কলকাতা । ISSN 2319 -6610 প্রাপ্তিস্থান- সত্যেন মৈত্র জনশিক্ষা সমিতি, ২/১৪, চিনার পার্ক, রাজারহাট রোড, কলকাতা ৭০০১৫৭ পশ্চিমবঙ্গ ভারত। ধন্যবাদ-


লক্ষ্মীকান্ত মান্না

"নির্মল দাশ" পাতায় ফেরত যান।