আলাপ:নিকোলা সার্কোজি

সাম্প্রতিক মন্তব্য: Mehediabedin কর্তৃক ১ বছর পূর্বে "পর্যালোচনা" অনুচ্ছেদে

পর্যালোচনা সম্পাদনা

@মোহাম্মদ জনি হোসেন: অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা উপলক্ষে নিবন্ধটির মানোন্নয়ন করার জন্য অভিনন্দন। নিবন্ধটি আমি পর্যালোচনা করে অনেক ত্রুটি পেয়েছি। যেমন অনেক জায়গায় অনুবাদ যান্ত্রিক রয়েছে, কিছু জায়গায় ইংরেজি বাক্য রয়ে গেছে, কিছু জায়গায় অনুবাদ হলেও সেগুলো ইংরেজিতে রয়ে গেছে, কিছু জায়গায় ভুল অনুবাদ হয়েছে, কিছু জায়গায় ব্যাকরণগত ভুল বিদ্যমান, ট্যাগগুলো বাংলা করেননি, এছাড়াও আপনি ইংরেজি পাতার Controversies অংশটি এখানে অনুবাদ করেননি, তথ্যছক হালনাগাদ করেননি, তথ্যছকের সাথে থাকা অনুচ্ছেদগুলো ইংরেজি পাতা থেকে অনুবাদ করেননি। এসব সমস্যার সমাধান করার পর আমাকে জানালে আমি নিবন্ধটি গ্রহণ করবো। আমার মতে এই মুহূর্তে নিবন্ধটিতে বড় রকমের সংশোধন প্রয়োজন। মেহেদী আবেদীন ১৪:১৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ওকে ভাইয়া মোঃজনি হোসেন (আলাপ) ১৬:০১, ২০ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@মোহাম্মদ জনি হোসেন সুধী, সময় চলে যাচ্ছে। অবিলম্বে কাজ শুরু করার আহবান করছি। মেহেদী আবেদীন ১৮:০৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@মোহাম্মদ জনি হোসেন সুধী, প্রতিযোগিতার সময় চলে যাওয়ার আগে পরের ধাপের সংশোধন করে ফেলুন। এবারের সংশোধন একটু গভীরভাবে করুন যাতে কোন ত্রুটি না থাকে। সময় নিয়ে একেকটি অংশ করবেন, তাতে আমার আর আপনার দুজনের মূল্যবান সময় বেঁচে যাবে। মেহেদী আবেদীন ০৬:৪৮, ৩ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@মোহাম্মদ জনি হোসেন ১০ তারিখের মধ্যে সংশোধন না করা হলে "গৃহীত হয়নি" বলে চিহ্নিত করা হবে। মেহেদী আবেদীন ০৭:২৪, ৮ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"নিকোলা সার্কোজি" পাতায় ফেরত যান।