আলাপ:নটর ডেম কলেজ ময়মনসিংহ

সাম্প্রতিক মন্তব্য: Akash Hossain Rayhan কর্তৃক ৫ দিন আগে "নামান্তর" অনুচ্ছেদে

নিবন্ধনটির বর্তমান তথ্যাবলী সঠিক

সম্পাদনা

আফতাব ভাই এখন যে তথ্যগুলো দেয়া আছে তা সঠিক। তবে কলেজটি স্থাপিত হয় ২০১৪ সালে আর ছাত্র সংখ্যা আনুমানিক ২০০০। নটর ডেম শব্দের অর্থ আমাদের মা, কর্ত্রী নয়। -নটর ডেম কলেজ প্রদত্ত সহায়িকা অনুসারে।

নিবন্ধের সঠিক সংশোধন চাই

সম্পাদনা

আমি এই নিবন্ধের বহু বানান এবং বাক্য সংশোধন করে দিয়েছিলাম। কেউ একজন সব মুছে দিয়েছে। এটা উচিত হয়নি। তাছাড়া আমি এই কলেজের শিক্ষার্থী। অনেক ভুল তথ্যও সঠিক করে দিয়েছিলাম। 37.111.216.246 (আলাপ) ১৪:২৫, ১৯ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র

সম্পাদনা

এই নিবন্ধে অনেক তথ্য আমি যোগ করেছি যার উৎস আমাদের কলেজ থেকে দেওয়া নির্দেশিকা বই। কলেজের ছাত্র হওয়ার কারণে আমার কাছে তা উপলব্ধ ছিল। যেহেতু এই বইয়ের কোনো অনলাইন উৎস নেই তাই কোনো উদ্ধৃতি দেইনি। আশা করি সবার বোধগম্য হবে। Nihilist007 (আলাপ) ১৫:০৬, ১৯ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Nihilist007, দয়া করে ইতিহাস অনুচ্ছেদ ঠিক করুন। বর্তমানে এই অংশ উইকিশৈলী অনুসারে লিখিত হয়নি, খুব সম্ভবত আপনি আপনার কলেজ থেকে দেওয়া নির্দেশিকা বই থেকে হুবহু তুলে দিয়েছেন। আর এই ইতিহাস অংশে আরও তথ্যসূত্রও যোগ করুন। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:১৩, ১৯ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান উইকিশৈলি আমার জানা ছিলোনা। আপনি চাইলে সংশোধন করে দিতে পারেন। আমি চেষ্টা করছি তথ্যসূত্র উল্লেখ করার। Nihilist007 (আলাপ) ১৫:১৭, ১৯ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Nihilist007, আপনি দয়া করে ইতিহাস অংশে তথ্যসূত্র যোগ করুন। বাকিটা আমি সম্পাদনা করে দিব। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:২১, ১৯ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান জ্বি, দিচ্ছি। Nihilist007 (আলাপ) ১৫:২৩, ১৯ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান আমি ইতিহাস এবং নির্মাণে দুটি তথ্যসূত্র যোগ করেছি। Nihilist007 (আলাপ) ১৬:০৮, ১৯ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

কলেজের নাম সংশোধন

সম্পাদনা

কলেজের নামেই তো ভুল করে রেখেছ। কমা চিহ্ন কেন? Notre Dame College Mymensingh Akash Hossain Rayhan (আলাপ) ২১:৪০, ২৩ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

একমত। এদের ওয়েবসাইট ও ক্যাম্পাসের বিভিন্ন ছবিতেও কমা দেওয়া নেই। মেহেদী আবেদীন ২১:৫৪, ২৩ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  নামান্তর করা হয়েছে। -- আফতাবুজ্জামান (আলাপ) ২২:২৪, ২৩ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

নামান্তর

সম্পাদনা

আমি নামান্তর করতে যাচ্ছিলাম। আফতাব ভাই এর মধ্যেই আমার আপত্তিকে সম্মান করে নাম পরিবর্তন করেছেন। সেজন্য অনেক ধন্যবাদ আপনাকে। আমি কলেজের সুনামের স্বার্থে আর্টিকেলের ভেতরে আর যে যে জায়গায় কলেজের নামে কমা চিহ্ন ছিল এবং আরও যা যা বানান ভুল ছিল তা সংশোধন করেছি। Akash Hossain Rayhan (আলাপ) ২২:৪৭, ২৩ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

"নটর ডেম কলেজ ময়মনসিংহ" পাতায় ফেরত যান।