আলাপ:নজরুলগীতি

সাম্প্রতিক মন্তব্য: Wikifulness কর্তৃক ১ বছর পূর্বে "গানের সংখ্যা নিয়ে কিছু কথা" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প কাজী নজরুল ইসলাম (মূল্যায়ন - গুরুত্ব উচ্চ)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প কাজী নজরুল ইসলামের অংশ, যা উইকিপিডিয়ায় কাজী নজরুল ইসলাম সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 উচ্চ  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী উচ্চ-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

শ্রেণীবিভাগ অংশটির সমালোচনা সম্পাদনা

শ্রেণীবিভাগ অংশটি খুবই অবৈজ্ঞানিকভাবে করা হয়েছে। নজরুলগীতির প্রকৃতি অনুসারে, বিষয়ভিত্তিক ও সুরভিত্তিক পৃথক শ্রেণীবিভাগ করতে হত। "প্রভাতবীণা তব বাজে" গানটি রাগপ্রধান; আবার বিষয় অনুসারে এটি ভক্তিগীতি। আবার "স্নিগ্ধ-শ্যাম-বেণী-বর্ণা" গানটি রাগপ্রধান ও প্রকৃতি-বিষয়ক। এই রকম অজস্র উদাহরণ রয়েছে। ভক্তিগীতির উল্লেখ করা হলেও, ইসলামী গানের উল্লেখ নেই। নেই নজরুলের গজলের উল্লেখ। অথচ নজরুলই এই বাংলায় এই দুই ধারার প্রথম সার্থক গীতিকার। নজরুল লোকগীতি-জাতীয় গানও লিখেছিলেন। অথচ শ্রেণীবিভাগে তার উল্লেখ নেই। তাছাড়া বর্গের উপবর্গগুলি না বললে আলোচনা অসম্পূর্ণ থেকে যায়। রাগপ্রধানে নজরুল ঠুংরি, টপ্পা, ধ্রুপদ ইত্যাদি সুরের ব্যবহার করেছেন। ভক্তিগীতির ক্ষেত্রে করেছেন কীর্তন, রামপ্রসাদী, হিন্দি ভজন ইত্যাদি গানের সুর। এই সবই পৃথক পৃথকভাবে উল্লেখ করা উচিত। --অর্ণব দত্ত (আলাপ) ০৫:৩৯, ৩ জানুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন

গানের সংখ্যা নিয়ে কিছু কথা সম্পাদনা

কাজী নজরুল ইসলামের লিখিত গানের সংখ্যা ৩০০০-এর বেশি। সূত্র:(১) https://www.kazinazrulislam.org/%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%80%E0%A6%A4/ সূত্র (২): https://nazrul-rachanabali.nltr.org/rachanasamargrasub.php?catid=6

বা প্রায় ৪০০০ সূত্র:কাজী নজরুল ইসলাম বা ৪০০০-এর একটু বেশি হবে । কিন্তু কোনভাবেই ৫০০০ বা এর বেশি নয়। Wikifulness (আলাপ) ০৮:৫৮, ২৯ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

"নজরুলগীতি" পাতায় ফেরত যান।