আলাপ:নক্ষত্রপুঞ্জ

সাম্প্রতিক মন্তব্য: মজুমদার সাহেব কর্তৃক ১ বছর পূর্বে "শিরোনাম ও পুনঃনির্দেশ বিষয়ে" অনুচ্ছেদে

শিরোনাম ও পুনঃনির্দেশ বিষয়ে সম্পাদনা

@Meghmollar2017 স্টার ক্লাস্টার বা কনস্টেলেশন অর্থ নক্ষত্রপুঞ্জ, ক্লাস্টার অব গ্যালাক্সি হলো গ্যালাক্সিপুঞ্জ, গ্যালাক্সি অর্থ ছায়াপথ, মিল্কিওয়ে আকাশগঙ্গা। এটি ছায়াপথ বা গ্যালাক্সিতে পুনঃনির্দেশিত।এটি তারা গুচ্ছে বা নক্ষত্রগুচ্ছ।-১৮:৪৫, ৫ আগস্ট ২০২২ (ইউটিসি) মজুমদার সাহেব (আলাপ) ১৮:৪৫, ৫ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@মজুমদার সাহেব, আপনি নিজে বোঝেন না, কী করছেন না করছেন, আরেকজনকে মক করতে ঠিকই পারেন। আপনি যদি পারেন, en:Constellation থেকে অনুবাদ করুন। তবে প্লিজ আবার নতুন পরিভাষা আবিষ্কার করবেন না। — আদিভাইআলাপ২০:১৭, ৫ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 না রে ভাই। Constellation নক্ষত্রমন্ডল আর নক্ষত্রপুঞ্জ বা নক্ষত্রগুচ্ছ হচ্ছে Star cluster, আবার star cluster (নক্ষত্রমন্ডল) ছায়াপথ না তবে ছায়াপথের অংশ ।- মজুমদার সাহেব (আলাপ) ২০:৩২, ৫ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আপনার সাথে তর্ক করার অর্থ হচ্ছে, যেই লাউ সেই কদু। বাংলা একাডেমি ইংরেজি-বাংলা অভিধান, পৃষ্ঠা ১৫১: con•stel•la•tion [...] n একত্রে অবস্থিত নক্ষত্রপুঞ্জ, বাংলা একাডেমি বাংলা-ইংরেজি অভিধান, পৃষ্ঠা ৩৪২: নক্ষত্র [...] ~পুঞ্জ group/multitude of stars; constellation. নক্ষত্রমণ্ডল অর্থও তাই। Be practical, ভাই। সবকিছুতে মনগড়া ব্যাখ্যা চলে না। — আদিভাইআলাপ২১:৪২, ৫ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 তাহলে নক্ষত্রমন্ডলে পুনর্নির্দেশ করেন।-মজুমদার সাহেব (আলাপ) ০২:৩৯, ৬ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"নক্ষত্রপুঞ্জ" পাতায় ফেরত যান।