আলাপ:নকশাল আন্দোলন

সাম্প্রতিক মন্তব্য: Faysal কর্তৃক ১৪ বছর পূর্বে

আলোচনা আমি এই নিবন্ধটি ইংরেজি উইকিপিডিয়া থেকে সরাসরি অনুবাদ করেছি। এখানে আমার নিজের মতামত কিছুই যোগ করিনি। যদি কিছু ভুল থেকেও থাকে , তা হয়েছে অনুবাদ জনিত কারনে। আমি এই নিবন্ধে বাংলাদেশে নকশাল আন্দোলনের প্রভাব নামে একটি অনুচ্ছেদ যোগ করেছি, কিন্তু তাতে কিছুই লিখা হয়নি পর্যাপ্ত তথ্য না থাকার কারনে। এ অনুচ্ছেদ যোগ করার কারন হল, বাংলাদেশের উত্তরবঙ্গে বেশ কিছু সন্ত্রাসী সংগঠন নকশাল নামে পরিচিত, তাদের উদ্দেশ্য এবং কর্মকান্ড সকলের কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন। এ ছাড়া ভারতের অনেক সন্ত্রসী সংগঠন বাংলাদেশে এবং বাংলাদেশের অনেক সন্ত্রসী সংগঠন ভারতে তাদের কার্যক্রম চালায়। বিভিন্ন বাংলা ব্লগে এ নিয়ে অনেক লিখা হয়েছে এবং এ বিষয়ে বিশেষজ্ঞ আছে বলে আমার মনে হয়েছে। তাদের কাছে থেকে সাহায্য নিলে এই নিবন্ধটি আরও সমৃদ্ধ হবে। এছাড়া ইংরেজি উইকিতে নিবন্ধটিকে অসম্পূর্ন বলে মনে হয়েছে। কারন এতে নকশালদের উদ্দেশ্য, কর্মকান্ড, তাদের অস্ত্রের উৎস, বিদেশি রাষ্ট্রের সহযোগিতা ইত্যাতি বিষয়ে ভাসা ভাসা ধারনা দেওয়া হয়েছে। এটি একটি স্পর্শকাতর বিষয়, ইংরেজি উইকিতে এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। বাংলা উইকিতেও আরও আলোচনা করে একে পূর্ণতা দেওয়া যেতে পারে। এছাড়া “সাহিত্য নকশাল প্রসঙ্গ” অনুচ্ছেদে আমি বেশ কিছু অংশ বাদ দিয়েছি আমার উচ্চারণ জনিত সমস্যার কারনে। পারলে দয়া করে কেউ সেগুলো অনুবাদ করে দেবেন। আমি এতে সমরেশ মজুমদার এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম যোগ করেছি। তাদের বেশ কিছু বইয়ে আমি নকশালবাদ নিয়ে লিখা দেখেছি। এছাড়াও নকশালদের নিয়ে বাংলায় প্রচুর লেখালেখি হয়েছে। দয়া করে কেউ সেগুলো এতে যুক্ত করবেন। সর্বোপরি সম্পূনর্ণ অনুবাদ টি কেউ এক জন পরীক্ষা করে দেখলে খুব ভাল হয়। আমার নিজের অনুবাদ নিয়ে নিজেরই একটু সন্দেহ আছে।কেউ একটু চেক করলে নিশ্চিন্ত হতে পারি। Mao Zedong এর বাংলা উচ্চারণ মাও-সে-তুং কি ঠিক আছে? Chhattisgarh এর উচ্চারণ ছত্রিশগড় নাকি ছত্তিশগড় হবে? তথ্যসূত্রগুলো একটু পরে দিয়ে দেব।

ধন্যবাদ


কাজী ফয়সাল (আলাপ | অবদান) ০৫:১৯, ৩০ সেপ্টেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

Kalbela the film and the book is a good source for these movement.

"নকশাল আন্দোলন" পাতায় ফেরত যান।