এই নিবন্ধটি কিংবা অনুচ্ছেদটি একত্র না করা সম্পাদনা

এই নিবন্ধটি কিংবা অনুচ্ছেদটি ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা নিবন্ধে একত্র করা যাবে না। কারণ সেখানে নিবন্ধন ভালো না। Srabanta Deb (আলাপ) ০০:৫৪, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

এই নিবন্ধটি কিংবা অনুচ্ছেদটি ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা নিবন্ধে একত্র করা যাবে না। সম্পাদনা

এই নিবন্ধটি কিংবা অনুচ্ছেদটি ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা নিবন্ধে একত্র করা যাবে না। কারণ সেখানে নামের নিবন্ধন সঠিক নয় ও নিবন্ধনে গুরুত্বপূর্ণ তথ্য নেই Srabanta Deb (আলাপ) ০১:২৩, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Srabanta Deb: নিবন্ধ সঠিক ও গুরুত্বপূর্ণ তথ্য না থাকলে সেখানে যোগ করুন। নিবন্ধের শিরোনামে কোনো সম্মানবাচক শব্দ রাখা হয় না। আলোচ্য ব্যক্তি সম্পর্কে আমার ব্যক্তিগতভাবে কোনো ধারণা নেই। @খাঁ শুভেন্দু:দা হয়তো সাহায্য করতে পারবেন। — আদিভাইআলাপ০৩:৫৭, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Srabanta Deb: উইকিপিডিয়ায় নিবন্ধের শিরোনামে কোনো সম্মানবাচক উপাধি যোগ করা হয় না। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নেতাজি সুভাষচন্দ্র বসু। যখন কোনো ব্যক্তিকে সেই সম্মানবাচক শব্দ ছাড়া আলাদা করে চেনা যায় না, তখন সেটি যুক্ত করা হয়। যেমন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহাত্মা গান্ধী। অভিজ্ঞ ব্যবহারকারী @খাঁ শুভেন্দু:দার নামে নিবন্ধ তৈরি থেকেই বোঝা যায়, ব্যক্তি সম্মানবাচক উপাধি ছাড়াই পরিচিত। আমি আগেই বলেছি আমার এ সম্পর্কে ধারণা নেই। কাজেই শুভেন্দুদা ভালো বলতে পারবেন। তবে আপনি এই নিবন্ধে তথ্য যোগ করার জন্য উন্মুক্ত। তবে সেটি যেন নির্ভরযোগ্য সূত্র দ্বারা সমর্থিত হয়। "আমি ধারণা করি" এরকম কোনো বাক্য যোগ করবেন না, নিবন্ধে "কোনো সম্মানবাচকতা" যোগ করবেন না। এটি শুধু আপনার জন্য না, সবার জন্যই প্রযোজ্য। আরও বিস্তারিত দেখুন WP:NPOV এবং WP:TITLE। ধন্যবাদ। — আদিভাইআলাপ০৪:৫৬, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
পুনশ্চঃ কোনো নিবন্ধ থেকে ট্যাগ অপসারণ করবেন না। এখানে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হবে না। — আদিভাইআলাপ০৪:৫৭, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: ভাই, কিছু একটা করুন। ব্যবহারকারী বারবার ট্যাগ অপসারণ করছেন। — আদিভাইআলাপ১০:৩৪, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Srabanta Deb: একই ব্যক্তির নামে একাধিক নিবন্ধ রাখা যাবে না। কোনো একটাতে একত্রীকরণ করতেই হবে। কাজেই ট্যাগ অপসারণ করবেন না। — আদিভাইআলাপ১০:৩৬, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা" পাতায় ফেরত যান।