আলাপ:দ্য বার ব্রাদার্স

সাম্প্রতিক মন্তব্য: Arindam Maitra কর্তৃক ৯ বছর পূর্বে "স্থানান্তরণের কারণ" অনুচ্ছেদে

স্থানান্তরণের কারণ সম্পাদনা

ইংরেজি ভাষায় সাধারণভাবে 'ড়'এর কোনও উচ্চারণ নেই। 'র'ই উচ্চারণে বেশি ব্যবহৃত হয়ে থাকে। উল্টোদিকে আধুনিক বাংলা বানানবিধি অনুসারেও কোনও বিদেশি শব্দের বাংলা লিপ্যান্তর ঘটানোর সময় সাধারণত 'র'ই ব্যবহৃত হয়। তাছাড়া ইংরেজি 'the' শব্দটির সাধারণ বাংলা লিপ্যান্তর 'দ্য'। এছাড়া 'দা' বা 'দি'ও কখনো কখনও ব্যবহৃত হয়। এই কারণে আপনার প্রণীত নিবন্ধটি যাতে অন্যান্য উৎসুক পাঠকরা সহজে খুঁজে পান, সেই উদ্দেশ্যে নিবন্ধটির 'দ্য বার ব্রাদার্স' নামে স্থানান্তর ঘটালাম। শুভেচ্ছা জানবেন। আরও কাজে আপনাকে দেখতে পাবার প্রত্যাশা রইলো। --Arindam Maitra (আলাপ) ০০:৫৯, ১২ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

"দ্য বার ব্রাদার্স" পাতায় ফেরত যান।