আলাপ:তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

সাম্প্রতিক মন্তব্য: Shahriar Kabir Pavel কর্তৃক ৫ বছর পূর্বে "নামের বানান বিভ্রাট" অনুচ্ছেদে

বানান তথ্য সম্পাদনা

সংশ্লিষ্ট বানানের ব্যপারে তথ্য দিচ্ছি। অবসর প্রকাশনী প্রকাশিত শ্রেষ্ঠ উপন্যাস সংকলনে এবং বাংলা একাডেমী চরিতাভিধানে বানান আছে 'ঙ' এবং 'ক' এর যুক্তাক্ষর হিসাবে। phonetic ভাবে যুক্তাক্ষর টা 'ঙ্ক' হিসাবে আসছে। রাজিবুল ০৪:২২, ২৬ জুলাই ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

এটা নিয়েই আমার খুব বিভ্রান্তি আছে। শংকর নাকী শঙ্কর ... বিভিন্ন স্থানে বিভিন্ন বানান দেখেছি। সাহিত্যিক নিজে কী লিখতেন, তা জানতে পারলে সবচেয়ে ভাল হয়, কারণ তারাশংকর যদি ং লিখে থাকেন, তাহলে ঙ্ক ব্যবহারের কোন অর্থ হয় না, তা যে অভিধানেই থাকুক না কেন। উল্টাটাও সত্যি। --রাগিব (আলাপ | অবদান) ০৪:২৭, ২৬ জুলাই ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

নামের বানান বিভ্রাট সম্পাদনা

পুরো নিবন্ধতেই তারাশঙ্কর বানান লেখা হয়েছে ঙ ব্যবহার করে। অথচ কেবল শিরোনামেই অনুস্বার ব্যবহৃত। এমনকি যত পুস্তকাদি পাওয়া যায় সেগুলোতেও ঙ+ক যুক্তাক্ষর ব্যবহার করেই তার নাম লেখা। এদিকে এই পাতার নাম স্থানান্তর করাও যাচ্ছে না, অনুমতি বন্ধ করে রাখা হয়েছে। আশু সমাধান আশা করছি। - Shahriar Kabir Pavel (আলাপ) ২০:৫৯, ১৩ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

"তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়" পাতায় ফেরত যান।