আলাপ:তাপগতিবিজ্ঞান

সাম্প্রতিক মন্তব্য: Abazizfahad কর্তৃক ১ বছর পূর্বে "উইকি সংযোগ" অনুচ্ছেদে

উইকি সংযোগ সম্পাদনা

মোঃ মারুফ হাসান24 ইংরেজি উইকির তুলনায় পাতাটিতে উইকি পাতার সংযোগ কম তাই সংযোগ ঠিক করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। আঃ আজিজ ফাহাদ (আলাপ) ০৫:৫৯, ৩১ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Abazizfahad সংযোগ বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন? যদি তথ্যসূত্রের কথা বলেন, তবে তা তো ঠিকই আছে। আর লাল লিংক গুলোর কথা বললে, এক্ষেত্রে আমি কি করতে পারি। সর্বোচ্চ ধরে ধরে অই নিবন্ধগুলো তৈরি করা যেতে পারে।এর বেশি কিছু করা সম্ভব নয়, বলে আমি মনে করি। -- মোঃ মারুফ হাসান (আলাপ) ০৮:০০, ৩১ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@মোঃ মারুফ হাসান24 উইকি পাতার সংযোগ বোঝাচ্ছি। ইংরেজি উইকির সংশ্লিষ্ট নিবন্ধটি বাংলায় না থাকলেও এটি উইকিপিডিয়ার যোগ্য নিবন্ধ হিসেবে লিখতে হয় যদিও নিবন্ধটি বাংলায় না থাকে এবং এটি লাল দেখাবে। সমস্যা নেই আপনার নিবন্ধটি পর্যালোচনা চলছে। ধন্যবাদ। -- আঃ আজিজ ফাহাদ (আলাপ) ১৩:১৭, ৩১ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"তাপগতিবিজ্ঞান" পাতায় ফেরত যান।