আলাপ:ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল

সাম্প্রতিক মন্তব্য: Hasan muntaseer কর্তৃক ১ বছর পূর্বে "শিরোনাম স্থানান্তর প্রসঙ্গে" অনুচ্ছেদে

শিরোনাম সম্পাদনা

@Ashiq Shawon ভাই, নিবন্ধ প্রনেতা। এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অনেকে পড়াশোনা করেছেন। এই চিত্রে চিত্র:Dhaka Government Muslim High School.JPG দেখুন, বা গুগল করে দেখুন। নিবন্ধটার নাম হওয়া উচিত ঢাকা গভর্মেন্ট মুসলিম হাই স্কুল অথবা ঢাকা সরকারি মুসলিম হাই স্কুল। এই ধরনের আরেকটি নিবন্ধ আছে, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম এখানেও এই ব্যপারটি প্রযোজ্য হওয়া উচিত। আপনার একান্ত মতামত কাম্য।

@আফতাবুজ্জামান, @Yahya সহ সবাই ব্যপারটা দেইখেন। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৯:৪৬, ৩০ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@DeloarAkram ভাই, এই ছবিটা অনেক পুরোনো। সাম্প্রতিককালের কি অবস্থা? —শাকিল (আলাপ · অবদান) ১৯:৫৮, ৩০ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil সাম্প্রতিক কালেও মেবি একই অবস্থাতেই আছে।
@MdsShakil আমি এই মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা কি-ওয়ার্ডে গুগল করলেও আমার প্রস্তাবিত নামটিই পাচ্ছি। Deloar Akram (আলাপঅবদানলগ) ২০:১০, ৩০ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram আমারও মনে হয় প্রতিষ্ঠানের স্বীকৃত নাম ঢাকা গভর্মেন্ট মুসলিম হাই স্কুল ব্যবহার করা উচিত, ২০১৫ সালের একটি ছবিও একই কথা বলছে —শাকিল (আলাপ · অবদান) ২০:১৪, ৩০ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil আমার মতে এই নিবন্ধটি ও সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম এই নিবন্ধ দুটির ক্ষেত্রে অনুবাদ করার প্রয়োজন নেই। কেননা তারা দীর্ঘদিন ধরেই অনুবাদ বাদেই পরিচয় দিতে আসছে। এখনো কোন প্রোগ্রামেও তারা অনুবাদ ব্যতিত নাম ব্যবহার করে।
ইংরেজি উইকিতেও এটা নিয়ে আলোচনা হয়েছিলো দেখুন en:Talk:Government Muslim High School. -- Deloar Akram (আলাপঅবদানলগ) ২০:২৭, ৩০ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান ব্যপারটা দেখুন ভাই! Deloar Akram (আলাপঅবদানলগ) ১৩:৩৩, ২ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
করা হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৪৪, ২ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান ভাইয়া, ১৭ দিন আগের স্থানান্তরে দৃষ্টি আকর্ষণ করছি। অনুগ্রহ করে নিবন্ধের নামটি আরেকবার পরীক্ষা করবেন কি? আলোচনা অনুসারে গভমেন্ট-এর স্থলে গভর্নমেন্ট হওয়া উচিত। (যদিও ২০১৫ সালের এই ছবি অনুসারে গভর্ণমেন্ট ব্যবহার করা হচ্ছে।) — আদিভাইআলাপ২২:৫৯, ১৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017, করেছি। আফতাবুজ্জামান (আলাপ) ০০:২৫, ২০ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ। — আদিভাইআলাপ০১:৫৪, ২০ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

শিরোনাম স্থানান্তর প্রসঙ্গে সম্পাদনা

@Hasan muntaseer ভাই, ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল এবং গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম উভয় পাতায় পাতার শিরোনামে গভর্নমেন্ট শব্দটির সঠিক বানান হবে গভর্ণমেন্ট ।কারণ, বাংলায় এর পর সর্বদা বসে। নয়। এমনকি ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের প্রধান ফটকেও গভর্ণমেন্ট লেখা আছে। কিন্তু আপনি আমার স্থানান্তরটি বাতিল করলেন কেন? অর্ঘ্য বড়ুয়া (আলাপ) ০৩:২৫, ১১ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@অর্ঘ্য বড়ুয়া এই আলাপ পাতার উপরে দেখুন। সেখানে আলাপ পাতার অনুসারে পাতাটিকে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল এ স্থানান্তর করা হয়েছে। গভর্নমেন্ট বিদেশি শব্দ। বাংলা একাডেমি অনুসারে বিদেশি শব্দের বানানে ‘ণ’ ব্যবহৃত না হয়ে ‘ন’ ব্যবহৃত হবে। Hasan muntaseer কথোপকথন ১০:৩৮, ১১ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল" পাতায় ফেরত যান।