আলাপ:ডাংগ জেলা

সাম্প্রতিক মন্তব্য: Zaheen কর্তৃক ১ বছর পূর্বে "নামের বানান" অনুচ্ছেদে

নামের বানান সম্পাদনা

@খাঁ শুভেন্দু এবং শরদিন্দু ভট্টাচার্য্য: গুজরাটি, মারাঠিহিন্দি উইকিতে এই জেলার নামের বানান ডাংগ এবং সংস্কৃত উইকিতে বানান ডাঙ্গ। তাই এই দুটো বানানের কোনও একটাতে স্থানান্তর করা প্রয়োজন বলে মনে করছি। আপনাদের মতামত কী? ≈ MS Sakib  «আলাপ» ২০:৩০, ১০ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

গুজরাটি ভাষার বানান অনুসরণ করা উচিত।.... খাঁ শুভেন্দু (আলাপ) ০৩:৩৫, ১১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
User:MS_Sakibখাঁ শুভেন্দু, গুজরাতিতে ડાંગ হল ড-এ আ-কার, তারপরে অনুস্বার (উপরে ফোঁটাটা হল বাংলার অনুস্বার), তারপরে গ। তাহলে বাংলায় অনুস্বার দিয়ে ডাংগ বা ঙ দিয়ে ডাঙ্গ লিখলে সঠিক প্রতিবর্ণীকরণ হয়। আমি আপাতত "ডাংগ জেলা" শিরোনামে সরিয়ে দিচ্ছি। --অর্ণব (আলাপ | অবদান) ০৪:৩৩, ১১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
প্রসঙ্গক্রমে, যারা আগ্রহী, তারা এই ইউটিউব ভিডিওটা দেখতে পারেন। এটায় গুজরাতি ভাষায় কীভাবে অনুস্বারযুক্ত (গুজরাতি লিপিতে স্বরবর্ণের কার চিহ্নের উপরে ফোঁটা) শব্দ উচ্চারণ করা হয়, তার অনেক উদাহরণ আছে।--অর্ণব (আলাপ | অবদান) ০৪:৪৬, ১১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আরও সঠিকভাবে বললে গুজরাতির অনুস্বারটি একেক সময় একেক উচ্চারণ হবে। ক-বর্গীয় বর্ণের আগে গুজরাতি অনুস্বার (ফোঁটা) ঙ-র মতো উচ্চারিত হবে, যেটাকে বাংলায় ং বা ঙ দিয়ে প্রতিবর্ণীকরণ করা যায়। কিন্তু চ-বর্গীয় বর্ণের আগে ঞ-র মতো, ট-বর্গীয় হলে ণ-এর মতো, ত বর্গীয় হলে দন্ত্য ন-এর মতো, প-বর্গীয় হলে ম-এর মতো হবে। তাই গুজরাতি অনুস্বারের বাংলাতে একটিমাত্র প্রতিবর্ণীকরণ হবে না, একেকটা নাম ধরে ধরে সঠিক প্রতিবর্ণীকরণ করতে হবে। --অর্ণব (আলাপ | অবদান) ০৫:৪৬, ১১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"ডাংগ জেলা" পাতায় ফেরত যান।