আলাপ:টেরেসা মে

সাম্প্রতিক মন্তব্য: Suvray কর্তৃক ৭ বছর পূর্বে "বানান" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প জীবনী
এই নিবন্ধটি উইকিপ্রকল্প জীবনীর অংশ, যা উইকিপিডিয়ায় জীবনী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 
উইকিপ্রকল্প নারী
এই নিবন্ধটি উইকিপ্রকল্প নারীর অংশ, যা উইকিপিডিয়ায় নারী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

বানান সম্পাদনা

ব্যক্তির নামের ইংরেজি বানান Theresa অনুযায়ী বাংলা বানান "থেরেসা" হলে বেশি সঠিক হত মনে হচ্ছে। -Intakhab (আলাপ) ১৬:৫০, ১৩ জুলাই ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

বাহ্যত থেরেসা দেখালেও তা ভুল (যদিও শুরুতেই পুণঃনির্দেশনা দিয়েছি); বানানটি কতটুকু সঠিক তা যাচাইয়ের জন্য অনুগ্রহপূর্বক উইকিঅভিধান দেখার অনুরোধ করছি! - Suvray (আলাপ) ১৭:৫৩, ১৩ জুলাই ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
পত্রিকা আর গণমাধ্যমগুলোতে তো থেরেসা বানানটাই বেশি ব্যবহার কোর্টে দেখলাম। শরীফ (আলাপ) ১৩:০১, ১৫ জুলাই ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ শরীফ ভাই, পত্র-পত্রিকা, টেলিভিশন ইত্যাদি গণমাধ্যমে বিভিন্ন নামে টেরেসা মে'কে লেখা/বলা হচ্ছে। সৌভাগ্যের বিষয়, উইকিশনারীতে এর সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে। তবে, ব্যবহারকারীদের সুবিধার্থে বিভিন্ন নামে পুণঃনির্দেশ করতে পারেন। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্যে! - Suvray (আলাপ) ১৩:৩০, ১৫ জুলাই ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
"টেরেসা মে" পাতায় ফেরত যান।