ইতিহাস সেতাবগঞ্জ এর উপর প্রবাহিত [[টাংগন নদী]]র কিছু ইতিহাস ::– টাংগন নদী হল ভারতএর পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ প্রবাহিত একটি নদী। এটি পূনর্ভবা নদীর একটি উপনদী। এই নদীর নামকরণ করা হয় ঠাকুরগাঁও জেলা রানীশংকৈল উপজেলার তৎকালীন জমিদার টংকনাথের নাম অনুযায়ী। ভারতের পশ্চিমবঙ্গে উৎপন্ন হয়ে এটি বাংলাদেশের [[পঞ্চগড় জেলা]] দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এটি পঞ্চগড় , রংপুরের পীরগঞ্জ, রাজশাহী জেলার বোচাগঞ্জ, এবং দিনাজপুর জেলার বিরল থানা দিয়ে ভারতের দিকে চলে যায়। [১][২] এই নদী পুনরায় নওগাঁ জেলার রহমানপুর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং পুনর্ভবা নদীর সাথে মিলিত হয়। শীতকালে এই নদীর পানি কমে গেলেও বর্ষাকালে নৌ যোগাযোগের উপযুক্ত হয়। ঠাকুরগাঁও শহর টাংগন নদীর তীরে অবস্থিত। ব্যারেজ ১৯৮৯ সালে পঞ্চগড় জেলার বোদা থানার দশ কিলোমিটার পশ্চিমে টাংগন নদীতে একটি ব্যারেজ নির্মিত হয়। এর মাধ্যমে পঞ্চগড় ও ঠাকুরগাও জেলার বিভিন্ন থানার প্রায় ৫,০০০ হেক্টর জমিতে সেচের ব্যাবস্থা করা সম্ভব হয়েছে

"টাঙ্গন নদী" পাতায় ফেরত যান।