আলাপ:টাইপ ১বি ও ১সি সুপারনোভা

সাম্প্রতিক মন্তব্য: মোহাম্মাদ ইসমাইল কর্তৃক ৪ বছর পূর্বে "স্থানান্তর" অনুচ্ছেদে

স্থানান্তর সম্পাদনা

@NahidSultan: নিবন্ধটিকে কী "টাইপ আইবি এবং আইসি সুপারনোভা" শিরোনামে স্থানান্তর করা উচিৎ? কারণ এখন এতে কিছু ইংরেজি বর্ণ আছে।~ইসমাইল (আলাপ) ১৭:৫৭, ১০ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@মোহাম্মাদ ইসমাইল: নিবন্ধটির অন্যান্য উইকি সংস্করণগুলোতেও I বর্ণটা রেখে দিয়েছে দেখা যাচ্ছে। — আল রিয়াজ উদ্দীন (আলাপ)
@Al Riaz Uddin Ripon: কি বলতে চাইছেন একটু বুঝিয়ে বলবেন? কারণ কোন উইকিতেই এমন মিশ্র ভাষা ব্যবহার করা হয়নি।~ইসমাইল (আলাপ) ০৫:০৫, ১১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@মোহাম্মাদ ইসমাইল: না বুঝার কিছু নাই ভাই, নিবন্ধটি বর্তমানে ১৭টি ভাষার উইকিপিডিয়াতে অনুবাদ করা আছে সেখানে ১৫টি ভাষার শিরোনামে Ib ও Ic লেখাটি রয়েছে। সেটাই বললাম মূলত। প্রয়োজনে নিবন্ধটির উইকিউপাত্তের আইটেমটি দেখে নিন। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৫:১২, ১১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Al Riaz Uddin Ripon: আমার Ib Ic নিয়ে কোন সমস্যা নেই। উইকি উপাত্তের আইটেম প্রথমেই দেখেছিলাম। আমি বলতে চাইছি বংলায় নিবন্ধটির শিরোনাম "Iবি Iসি" এভাবে রয়েছে। আপনি যেসব উইকির কথা বলছেন তারা Ib Ic হিসেবে লিখেছে। আমি বিজ্ঞানের মানুষ না, তাই এভাবে (Ib Ic) লেখার বিশেষ কোন কারণ থাকলেও সেটা আমার জানা নেই। বাংলা ভাষায় নিবন্ধের শিরোনামে কিন্তু Ib Ic লেখার ক্ষেত্রে একটা ইংরেজি বর্ণ আর অন্য একটা বর্ণের উচ্চারণ বাংলা বানানে লেখা (Iবি Iসি)। আমি সেটাই বলতে চাইছি। আইবি আইসি কি সম্পূর্ণ ইংরেজিতে লেখা উচিৎ? নাকি এর সম্পূর্ণ বাংলা উচ্চারণে লেখা উচিৎ সেটাই জানতে চেয়েছিলাম।~ইসমাইল (আলাপ) ০৭:৪১, ১১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@মোহাম্মাদ ইসমাইল: আমার মনে হয় এখন যেভাবে আছে সেভাবে থাকলেও চলবে। এছাড়াও আইবি ও আইসি এবং Ib ও Ic শিরোনামে পুনর্নির্দেশ দেওয়া যাবে। অতিনবতারা নিবন্ধ অনুযায়ী নামকরণের ক্ষেত্রে প্রথম বর্ণটি বড় হাতেরই লিখতে হয় যেমন: বড় হাতের I লেখা হয়েছে। সে হিসেবে স্থানান্তর না করলেও চলবে। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৭:৫০, ১১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Al Riaz Uddin Ripon:আমার মনে হয় নিয়মটা শুধুমাত্র ইংরেজি ভাষার ক্ষেত্রে প্রযোজ্য। কারণ সকল ভাষাতে তো বড় হাতের বা ছোট হাতের অক্ষর ব্যবহারের প্রচলন নেই। ইংরেজিতে নামের প্রথম অক্ষর বড় হাতের লিখতে হয়। যেমনঃ "Ismail"। কিন্তু এই নিয়ম অনুসরণ করে বাংলায় আমরা নাম লেখার সময় যদি "Iসমাইল"-এভাবে লিখি তাহলে তা সঠিক হবেনা। তাই নয় কি?~ইসমাইল (আলাপ) ০৮:০২, ১১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@মোহাম্মাদ ইসমাইল: এই নিয়মটা ভাইয়া বিজ্ঞানের ক্ষেত্রে প্রচলিত। যেমন, কোনো কিছুর বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে ল্যাটিন ভাষায় (মানুষঃ Homo sapiens) লেখা হয়, সেটা তো আর বাংলায় লেখা হয় না তাই না? থাক্ বাদ দেন নিবন্ধটা নাহয় এভাবেই থাকুক। অযথা তর্ক না করাটাই শ্রেয়। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৮:০৯, ১১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Al Riaz Uddin Ripon: আমি যতদূর জানি বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে ইংরেজি অথবা ল্যাটিন শব্দ ব্যবহার করা হয়। আর এজন্য কোন কিছুর বৈজ্ঞানিক নামকরণের ক্ষেত্রে ইংরেজি অথবা ল্যাটিন ভাষার নিয়ম অনুসরণ করা হয়। যদি বাংলায় বৈজ্ঞানিক নামকরণ করা হতো তাহলে কখনই কিন্তু ছোট বা বড় হাতের অক্ষরের প্রশ্ন আসতো না। আপনি মানুষ নিবন্ধটি দেখতে পারেন। সেখানে কিন্তু Homo sapiens-এর বাংলা বানান হোমো স্যাপিয়েন্স লেখা আছে। Hওমো স্যাপিয়েন্স নয়। যদিও হোমো স্যাপিয়েন্স ল্যাটিন ভাষা। যাই হোক, আমার প্রস্তাব হচ্ছে নিবন্ধটির শিরোনাম সম্পূর্ণ বাংলায় লিখে ভুমিকায় বাংলার পাশাপাশি ইংরেজি বানান দিয়ে দেওয়া। আপনি কি বলেন? আর এই আলোচনাকে আমি কোন ভাবেই "অযথা তর্ক" বলতে রাজি নই। কেননা উইকিপিডিয়ায় এভাবেই কোন সমস্যার সমাধান হয়ে থাকে। যেখানে প্রত্যেকেই নিজের মতের পক্ষে যুক্তি তুলে ধরে।~ইসমাইল (আলাপ) ০৮:২৬, ১১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@মোহাম্মাদ ইসমাইল: যদিও হোমো স্যাপিয়েন্স উচ্চারণের সুবিধার্থে বাংলায় লেখা হয়ে থাকে। আমি উপরের আলোচনায়ও বলেছি সম্পূর্ণ নিবন্ধটির শিরোনাম বাংলায় লেখা যাবে, এছাড়াও চাইলে পুনর্নির্দেশও করে দিতে পারেন। আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৮:৩৪, ১১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Al Riaz Uddin Ripon: আপনি কি নিবন্ধটিকে "টাইপ আইবি এবং আইসি সুপারনোভা" শিরোনামে স্থানান্তরের কথা বলছেন?~ইসমাইল (আলাপ) ০৮:৪২, ১১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@মোহাম্মাদ ইসমাইল: আমি আর আপনি তো অনেকক্ষণ আলোচনা করলাম, কিন্তু নিবন্ধ প্রণেতা @Md. Ashshahril Labib: কিছুই তো বললেন না। লাবিব, ভাই! আমরা নিবন্ধটির শিরোনাম বাংলাতে স্থানান্তরে মত দিয়েছি। আপনি কি কিছু বলবেন কিনা??? — আল রিয়াজ উদ্দীন (আলাপ)
@Al Riaz Uddin Ripon: ঠিক আছে। স্থানান্তরের আগে উনার উত্তরের অপেক্ষায় রইলাম।~ইসমাইল (আলাপ) ০৯:০২, ১১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@মোহাম্মাদ ইসমাইল: স্থানান্তর করেছি, নিবন্ধ প্রণেতা আলাপ পাতায় বার্তা দিয়েছেন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৯:৫১, ১১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আমি বলতে চাচ্ছিলাম, এটা টাইপ -১বি হবে। কেননা, এখানে I বলতে ১ বুঝিয়েছে।Plague (আলাপ) ১১:০৮, ১১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

এখানে ‘আই’ হবে না। I রোমান সংখ্যায় ১ কে বুঝায়। বাংলাকরণ করলে টাইপ ১বি ও ১ সি, এভাবে করতে হবে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১২:২০, ১১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Al Riaz Uddin Ripon:, @Md. Ashshahril Labib: দুইজনকেই ধন্যবাদ।~ইসমাইল (আলাপ) ১৬:৩৬, ১১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

"টাইপ ১বি ও ১সি সুপারনোভা" পাতায় ফেরত যান।