আলাপ:টয়োটা

সাম্প্রতিক মন্তব্য: Faizul Latif Chowdhury কর্তৃক ৯ বছর পূর্বে "টয়োটা" অনুচ্ছেদে

টয়োটা সম্পাদনা

শিরোনাম তয়োতাকে টয়োটাতে রূপান্তর করার প্রয়োজন বোধ করছি। কেননা শিরোনামে থাকা কোম্পানিটি ও পরবর্তীতে নিবন্ধে লেখা কোম্পানিটি একই কোম্পানি অথচ একই নিবন্ধের দুই যায়গায় দুটি ভিন্ন নামে উল্লেখ করা হয়েছে যা প্রকারান্তরে বিভ্রান্তিকর। Engr.Rafi (আলাপ) ১৪:২৩, ১০ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়েছে -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:৩৩, ১০ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
আহা আগেই ঠিক ছিল যে! টয়োটা সঠিক উচ্চারণ নয়, অথচ বাংলাদেশে বহুল প্রচলিত৤ তাই মূল নিবন্ধের শিরোনাম থাকবে তয়োতা, যেটি সঠিক প্রতিবর্ণীকরণ, এবং টয়োটা পাতাকে মূল নিবন্ধে পুনর্নির্দেশ করা থাকবে৤ ভেতরের কথা (টেক্স) ঠিক করা কোন সমস্যা তো নয়৤ একথাটি আমি বারবার বলছি যে মূল নিবন্ধে সঠিক শিরোনাম থাকবে৤ ভুল অথচ প্রচলিত শিরোনাম মূল নিবন্ধে পুনর্নির্দেশ করা থাকবে৤ মূল নিবন্ধে ভুল শিরোনাম রেখে সঠিক শিরোনামকে পুনর্নির্দেশ করা আদৌ সমীচীন হবে না৤ -- Faizul Latif Chowdhury (আলাপ) ১৪:৫৪, ১০ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
"টয়োটা" পাতায় ফেরত যান।