আলাপ:জেমি ডিমন

সাম্প্রতিক মন্তব্য: হাবিবা রুম্মান কর্তৃক ২ বছর পূর্বে "তালিকা বহির্ভূত নিবন্ধ" অনুচ্ছেদে

তালিকা বহির্ভূত নিবন্ধ সম্পাদনা

@হাবিবা রুম্মান: সুধী, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতার নিয়মানুযায়ী আপনাকে এই তালিকা থেকে যেকোন একটি নিবন্ধ মানোন্নয়ন করতে হবে। এই নিবন্ধ টি তালিকা বহির্ভূত হওয়ায় গ্ৰহণ করতে পারছি না।--কৃষক 💬 ✒️ ০৯:৩৯, ১৪ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আসসালামু আলাইকুম ভাইয়া। আমি প্রথমবারের মতন করেছি। translate করতে চাই এর option এ গিয়ে এটা পেয়েছিলাম। বুঝতে পারিনি যে এটা তালিকা বহির্ভূত ছিল। যদি আমার অনুবাদে কোনো ভুল না থাকে, তাহলে অনুরোধ করছি উইকিপেডিয়া বাংলা পেজ এ এটা যদি প্রকাশ করা হয়, খুবই কৃতজ্ঞ হতাম, এতেই খুব খুশি হতাম যে আমার কোনো অবদান Wikipedia বাংলাতে search দিয়ে পাওয়া যাচ্ছে। আর ১ টা অনুরোধ ভাইয়া, দয়া করে আপনাদের পেজের নির্দেশনাগুলো এক্তু user-friendly করুন। আমরা যারা অনভিজ্ঞ, নতুন তাদের অনেক কষ্ট হয় বুঝতে। ধন্যবাদ। হাবিবা রুম্মান (আলাপ) ১১:২৩, ১৪ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@হাবিবা রুম্মান: সুধী, আপনি জেনে খুশি হবেন যে, উইকিপিডিয়ায় পৃথিবীর যে কেউই সম্পাদনা করতে পারে এবং সম্পাদনা করে তা প্রকাশ করতে পারে। যেমন: আপনার করা এই নিবন্ধের সম্পাদনা প্রকাশিত হয়েছে। অর্থাৎ, আপনার অনুবাদ বাংলা উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে। আপনার অনুবাদ ঠিক থাকলে তা কেউ মুছে দিবে না। কিন্তু, প্রতিযোগিতার শর্ত পূরণ না করায় তা প্রতিযোগিতার জন্য গৃহীত হয় নি। কিন্তু বাংলা উইকিপিডিয়ায় আপনার অনুবাদ দেখা যাচ্ছে। আপনি সার্চ দিলেও আপনার নিবন্ধটি খুঁজে পাবেন। অর্থাৎ, আপনার তৈরিকৃত নিবন্ধ ইতোমধ্যে প্রকাশিত। আসলে, আপনি অনুবাদ করার পর; প্রকাশ করুন এ ক্লিক করলে সাথে সাথেই তা প্রকাশিত হয়। আর নিবন্ধ প্রতিযোগিতার অংশগ্রহণের জন্য অবশ্যই প্রতিযোগিতার নিয়মাবলী পরে নিবেন এবং না বুঝতে পারলে প্রশ্ন করবেন।যাতে নতুন ব্যবহারকারীরা সহজে বুঝতে পারে সেজন্য বাংলা উইকিপিডিয়া কাজ করছে। ধন্যবাদ।--FARMER 💬 ✒️ ১৩:১৮, ১৪ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

অসংখ্য ধন্যবাদ। এর পর থেকে যদি নিয়মাবলি সংক্রান্ত বিষয়গুলো ছোট ছোট ভিডিও করে প্রকাশ করা হয়,তাহলে নতুনদের জন্য আরও একটু সহজ হবে বলে আমি মনে করছি। হাবিবা রুম্মান (আলাপ) ১৩:২৬, ১৪ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@হাবিবা রুম্মান: ইংরেজি নিবন্ধ টি যথেষ্ট বড় বাংলায়ও ভালো অনুবাদ করেছেন নিঃসন্দেহে আপনার এই অবদান বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করেছে। কিন্তু এবারের প্রতিযোগিতা নিবন্ধ মানোন্নয়নের ছিল তাই নিয়ম অনুযায়ী ২১ শে ফ্রেব্রুয়ারির পর তৈরি হওয়া নতুন কোন নিবন্ধ গৃহীত হবে না‌। আমি আপনাকে সম্পৃতি শুরু হওয়া রমজান এডিটাথনে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি, এখানে অংশ নিন এবং ইসলাম সম্পর্কে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করুন, ধন্যবাদ —শাকিল হোসেন আলাপ ১৩:৩০, ১৪ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

জি, ধন্যবাদ

হাবিবা রুম্মান (আলাপ) ১৩:৩৯, ১৪ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"জেমি ডিমন" পাতায় ফেরত যান।