আলাপ:জুবাইর ইবনুল আওয়াম

সাম্প্রতিক মন্তব্য: Ashiq Shawon কর্তৃক ৫ বছর পূর্বে "‘কাজ বাতিল’ বনাম ‘শ্রমসধ্য সম্পাদনা’" অনুচ্ছেদে

‘কাজ বাতিল’ বনাম ‘শ্রমসধ্য সম্পাদনা’ সম্পাদনা

@Ashiq Shawon: সম্পাদনা সময়সাপেক্ষ ব্যাপার, তাই চট্‌ করে একটি সম্পাদনা বাতিল করবেন না। সম্ভব হলে অতিরিক্ত সম্পাদনা করুন। সম্ভব হলে তথ্যসূত্র যোগ করুন, ভাষা ও রচনাশৈলীর উন্নয়ন করুন। সম্ভব হলে নতুন বিষয়বস্তু যোগ করুন, সম্প্রসারণ করুন। আপনার অন্যায্য বাতিলের কারণে কেবল সম্পাদকেরা কাজে নিরুৎসাহিতই হবেন তাই নয় এতে মূল্যবান তথ্য হারিয়ে যাওয়ার আশংকা থাকে। অধিকন্তু সম্পাদিত ভাষাও লুপ্ত হয়ে যায়। ভাষা ও রচনাশৈলীর ওপর সকলকে গুরুত্ব দিতে হবে। খুব প্রয়োজনীয় মনে হলে “আলাপ পাতায়” আপনার বক্তব্য তুলে ধরার কষ্টটুকু স্বীকার করুন। আপনার বক্তব্যে সারবত্তা থাকলে তা নিশ্চয়ই বিবেচিত হবে। - EditBangla (আলাপ) ০৪:১৯, ১৪ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া একটি খোলা প্লাটফর্ম বলে এতে বিশেষ কোনো ধর্মাবলম্বীদের তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সম্পাদনা করতে উতসাহিত করা হয় না। এবং এতে তথ্যসূত্রহীন লেখা অন্তর্ভূক্ত করার অবকাশ নেই। আপনি লেখায় তথ্যসূত্র দিন। এবং রচনাশৈলীতে ব্যাখ্যা দেয়ার প্রয়োজন নেই - কারণ এটি কোনো গবেষণা কর্ম বা সাহিত্য নয়। ধন্যবাদ। - Ashiq Shawon (আলাপ) ০৫:০৫, ১৫ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
"জুবাইর ইবনুল আওয়াম" পাতায় ফেরত যান।