আলাপ:জীবন

সাম্প্রতিক মন্তব্য: আহমেদ প্রবুদ্ধ হাসান নিনাদ কর্তৃক ৫ বছর পূর্বে "অনুবাদ প্রয়োজন" অনুচ্ছেদে

অনুবাদ প্রয়োজন সম্পাদনা

দ্রুত নিবন্ধনটির অনুবাদ দরকার।Asik12 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

এটি একটি আবশ্যকীয় নিবন্ধ। কিন্তু চিন্তাভাবনা না করে খুব বেশি দ্রুত নিবন্ধের অনুবাদের দরকার নেই। আস্তে ধীরে করাই শ্রেয়। আর ইংরেজি উইকির নিবন্ধটিও সহজ,সুন্দর, প্রাঞ্জল ভাষায় সুলিখিত বলে মনে হয়না। সেখান থেকে যদি ভাবানুবাদ না করে শব্দ বা বাক্য ধরে ধরে আক্ষরিক অনুবাদ করা হয়, তাহলে বাংলা নিবন্ধটির মান খুবই খারাপ হয়ে দাঁড়াবে। বাংলা নিবন্ধের ভেতরের বিন্যাসও হুবহু ইংরেজির মত সম্ভবত হবে না। সোজা কথা ইংরেজি নিবন্ধ থেকে আমরা কাঁচামাল নিতে পারি, কিন্তু ভাষা ও সাজানোটা আমাদের নিজেদের মত হতে হবে, যেটা ইংরেজি উইকি থেকে খানিকটা বা অনেকখানি আলাদা হতে পারে। অর্ণব (আলাপ | অবদান) ০৭:৫১, ৩১ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন


অনুবাদ কাজের সমাপ্তি টানছি। ওয়াকিমকে অনেক ধণ্যবাদ অনুবাদ কাজে এগিয়ে আসার জন্য। নিনাদ (আলাপ) ০৯:২৫, ১৫ জুলাই ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

"জীবন" পাতায় ফেরত যান।