আলাপ:জামিয়া কাসিমুল উলুম দরগাহে হজরত শাহজালাল

সাম্প্রতিক মন্তব্য: Prodipto Deloar কর্তৃক ২ বছর পূর্বে "শিরোনামের শেষে মাদ্রাসা যুক্ত করুন" অনুচ্ছেদে

শিরোনামের শেষে মাদ্রাসা যুক্ত করুন সম্পাদনা

ভাই, @Owais Al Qarni, জামিয়া কাসিমুল উলুম দরগাহে হজরত শাহজালাল (রহ.) এর শেষে মাদ্রাসা শব্দ যুক্ত করুন, কেননা এই নামের শেষে ব্যক্তির নাম থাকায় বিভ্রান্তি হচ্ছে। আর শেষে মাদ্রাসা যুক্ত না করলে ব্রাকেটে (মাদ্রাসা) শব্দ যুক্ত করে দিন। -- Prodipto Deloar (আলাপ) ০৭:২২, ২৯ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Prodipto Deloar: নামের শুরুতে জামিয়া আছে তো! এর অর্থ বিশ্ববিদ্যালয় পর্যায়ের মাদ্রাসা। -ধর্মমন্ত্রী ওয়াইস আলাপ ০৭:৩৯, ২৯ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
কিন্তু ৯০% উপরে মানুষ জামেয়া শব্দের অর্থ জানেনা। তাই সবার বুঝার জন্য (ব্রাকেটে) মাদ্রাসা শব্দ লেখা জরুরী। উইকিপিডিয়ার নিয়ম অনুসারে বহুল প্রচলিত ও মানুষের বোধগম্য শিরোনাম দেওয়া উচিত। -- Prodipto Deloar (আলাপ) ১৪:২৫, ২৯ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"জামিয়া কাসিমুল উলুম দরগাহে হজরত শাহজালাল" পাতায় ফেরত যান।