আলাপ:জর্ডানের রূপরেখা

সাম্প্রতিক মন্তব্য: Fahim fanatic কর্তৃক ৫ বছর পূর্বে "কারিগরী সমস্যা" অনুচ্ছেদে

জর্দান দেশটি নিয়ে নিবন্ধ তো আছে সম্পাদনা

Outline of Jordan মনে হচ্ছে জর্দান বিষয়ক নিবন্ধ। জর্দান দেশটি নিয়ে নিবন্ধ তো আছে। দেখুন: [১] বা জর্দান। -- EditBangla (আলাপ) ০৪:৪০, ৬ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

  • হ্যা। আছে। কিন্তু আউটলাইন বলতে আসলে একটা সারসংক্ষেপ বুঝানো হচ্ছে। যেখানে তেমন একটা বর্ণনা থাকবে না। কিন্তু পুরো দেশটার সম্বন্ধে একটা সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হবে, যা থেকে দেশটা সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায়। একারণেই আউটলাইন অব জর্ডান নামে একটি নিবন্ধ করা হয়েছে, @EditBangla: Fahim fanatic (আলাপ) ০৩:৩৭, ৬ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
@Fahim fanatic: আপনার মস্তিষ্কের সৃষ্টিশীলতা নিয়ে আমার আর সন্দেহ থাকলো না। সমস্যা অন্য জায়গায় দেখতে পাচ্ছি, মূল জর্দান নিবন্ধটির আকার এখনো ৮ হাজার বাইটে পৌঁছায় নি, অন্যদিকে আপনার সৃষ্ট সংক্ষিপ্ত চিত্র অথ্যাৎ আউটলাইন অব জর্ডানে’র আকার ইতোমধ্যে ৩৮ হাজার বাইটে পৌঁছেছে। ব্যাপারটি বারো হাত কাঁকুড়ের কুড়ি হাত বিচির মতো হয়ে গেল নাকি? একটু বিবেচনা করে দেখবেন।— EditBangla (আলাপ) ০৪:৪০, ৬ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
@EditBangla: নিবন্ধটি একটি কর্মশালার অংশ হিসেবে অনুবাদ করা হচ্ছে, নিবন্ধটা কেন বাস্তবে অনুবাদ করা প্রয়োজন, এবং এখন কেন অনুবাদ করছি, তা বুঝতে পেরেছেন আশা করি।--Fahim fanatic (আলাপ) ০৪:৫৫, ৬ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

কারিগরী সমস্যা সম্পাদনা

{{সাহায্য করুন}} এই নিবন্ধে জর্দানের প্রদেশ অনুচ্ছেদে প্রদেশের নীচে ১/২ চলে এসেছে। তথ্যছকের এই বিষয়টি ঠিক করা প্রয়োজন--Fahim fanatic (আলাপ) ০৩:৪৫, ৬ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

@Fahim fanatic: কোথায়? আফতাব (আলাপ) ১৬:৩৬, ৬ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
জর্দানের প্রদেশ নামে একটি তথ্যছক আছে, দেখুন। ওখানে ইবরিড, আজলৌন প্রদেশ নামের নীচে হবে, @Aftabuzzaman:--Fahim fanatic (আলাপ) ০৪:০৮, ৭ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
@Fahim fanatic: ঠিক করা হল। আর আমাকে বিজ্ঞপ্তি দিতে "আফতাবুজ্জামান" লিখতে হবে। ইংরেজিতে নাম লিখলে আমি কোন বিজ্ঞপ্তি পাব না। আফতাব (আলাপ) ০১:২৪, ৮ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ --Fahim fanatic (আলাপ) ০২:৫১, ৮ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
"জর্ডানের রূপরেখা" পাতায় ফেরত যান।