আলাপ:চৌমুহনী

সাম্প্রতিক মন্তব্য: NahidSultan কর্তৃক ৩ বছর পূর্বে "চৌমুহনী" অনুচ্ছেদে

চৌমুহনী সম্পাদনা

এই নাম টা একটা কমন নাম। আমার ছোট গ্রামেও অন্ততঃ ৪-৫ টা চৌমুহনী আছে। মূলত চার রাস্তা’র সংযোগ স্থানকে চৌমুহনী নামকরণ হয়। নাম টা পরিবর্তন করবেন প্লিজ। --NahidHossain (আলাপ) ০৩:০৭, ১৬ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

জায়গার নাম কিভানে পরিবর্তন করা যাবে?- রাফি (আলাপ) ১৩:৪৩, ১৬ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
আমিও ঠিক বুঝতে পারছিনা এরকম জায়গার নামের ক্ষেত্রে কি ধরনের নিয়ম আছে। আমরা বরং @NahidSultan এবং আফতাবুজ্জামান: এর থেকে এ ব্যাপারে সমাধান চাইতে পারি। --NahidHossain (আলাপ) ০৭:৫২, ২ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন
আপাতত নামটি এখানে পরিবর্তনের প্রয়োজনীয়তা নেই। উইকিপিডিয়াতে একই নামের একাধিক নিবন্ধের শিরোনামের দ্ব্যর্থতা নিরসন তখনই করা হয় যখন একই নামে একাধিক নিবন্ধ উইকিপিডিয়াতে বিদ্যমান থাকে। চার রাস্তা’র সংযোগ স্থানকে চৌমুহনী বলা হলেও এটা নিয়ে আলাদা নিবন্ধ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে বরং এখন যা আছে সেটি নিয়েই নিবন্ধ থাকার সম্ভাবনা বেশি রয়েছেও। সুতরাং যদি কখনো চৌমুহনী নামে আরেকটা নিবন্ধ তৈরি হয় তখন এটাকে দ্ব্যর্থতা নিরসন করে নিবন্ধগুলো সেইমত শিরোনাম দেওয়া যেতে পারে।~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৫৮, ২ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"চৌমুহনী" পাতায় ফেরত যান।