আলাপ:গ্রেনাডা

সাম্প্রতিক মন্তব্য: Bodhisattwa কর্তৃক ৯ বছর পূর্বে "নামের উচ্চারণ" অনুচ্ছেদে

নামের উচ্চারণ সম্পাদনা

"Grenada" আর "Granada" বানান দুটির মধ্যে পার্থক্য বিদ্যমান। একটি "ে" আর আরেকটি "া"। এই হিসাবে এই নিবন্ধটির নাম গ্রেনাডা হওয়া উচিত। --আফতাব (আলাপ) ২৩:২৮, ৪ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

বিষয়টি একদম সঠিক - উচ্চারণ ও বানান উভয়ক্ষেত্রেই। তবে, দুটো বিষয়ের দিকে নজর দেয়া প্রয়োজন -
  • গ্রেনাডা (মূল শিরোনাম); পুণঃনির্দেশনা বর্তমান নাম;
  • যেহেতু রাষ্ট্র, তাই বন্ধনীতে (রাষ্ট্র) না লেখাই বাঞ্ছনীয়। দ্ব্যর্থতা নিরসনকল্পে গ্রানাডা (দ্ব্যর্থতা নিরসন) তো রয়েছেই!

অন্যদিকে, মোহাম্মদ রফি একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী; কোনরূপ আলোচনা না করেই বন্ধনী যুক্ত করা হয়েছে ও নিবন্ধের সৌন্দর্য্যহানি ঘটেছে। মূল নামকে রেখে দেয়াই উত্তম। - Suvray ১৫:২৩, ৭ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)

মোহাম্মদ রফি আমি ঠিক করে দিচ্ছি। --আফতাব (আলাপ) ১৫:৪৯, ৭ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
সুব্রতদা, আসলে মোহাম্মদ রফি নামে অনেকগুলি নিবন্ধ রয়েছে বলেই সঙ্গীতশিল্পী মোহাম্মদ রফির নামের সাথে বন্ধনী যুক্ত করে আলাদা করতে চেয়েছিলাম। এতে নিবন্ধের সৌন্দর্য্যহানি ঘটে থাকলে সত্যি দুঃখিত। আফতাবকে ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৬:১০, ৭ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
"গ্রেনাডা" পাতায় ফেরত যান।