আলাপ:গৌতম হালদার

সাম্প্রতিক মন্তব্য: Pinakpani কর্তৃক ২ দিন আগে "বিভ্রান্তি" অনুচ্ছেদে

বিভ্রান্তি

সম্পাদনা

@আফতাবুজ্জামান ভাই, একটা বড় বিভ্রান্তিতে পড়লাম। গৌতম হালদার নামে ২ জন ব্যক্তি আছেন। একজন জীবিত, অন্যজন মৃত। এই নিবন্ধটি ঠিক কার সম্পর্কে, বুঝার উপায় নেই। একজন হলেন থিয়েটার অভিনেতা (জীবিত), যার ছবি এই নিউজে পাবেন। আরেকজন হলেন চলচ্চিত্র পরিচালক (মৃত), যার ছবি এই নিউজে পাবেন। যিনি ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদ করে গৌতম হালদার নিবন্ধটি তৈরি করেছেন, তিনি প্রথমে ভেবেছিলেন নিবন্ধটি চলচ্চিত্র পরিচালক গৌতম হালদার সম্পর্কে, তাই তিনি মৃত্যুর তথ্য ও ছবি যুক্ত করেছিলেন৷ পরবর্তীতে উনার মনে হয়েছে যে নিবন্ধটি চলচ্চিত্র পরিচালক গৌতম হালদার সম্পর্কে নয়, থিয়েটার অভিনেতা গৌতম হালদার সম্পর্কে; তখন তিনি মৃত্যুর তথ্য ও ছবি অপসারণ করেছেন, এই দেখুন। পরে Lakshmikanta Manna পুনরায় মৃত পরিচালক গৌতম হালদারের মৃত্যুর তথ্য যোগ করেছেন! ইংরেজি উইকিপিডিয়ায়ও দেখলাম একই বিভ্রান্তি; কেউ দাবি করছেন নিবন্ধটি থিয়েটার অভিনেতা গৌতম হালদার সম্পর্কে, কেউ দাবি করছেন মৃত চলচ্চিত্র পরিচালক সম্পর্কে। পরে আমি ইংরেজি নিবন্ধের ইতিহাসে গিয়ে দেখতে পেলাম নিবন্ধটি ২০১০ সালে ওই মৃত চলচ্চিত্র পরিচালক সম্পর্কে তৈরি হয়েছিল, এই দেখুন। এখন কনফিউশন হলো নিবন্ধটিতে বর্তমানে জীবনীমূলক যে তথ্যগুলো দেওয়া, ওগুলো কার তথ্য? থিয়েটার অভিনেতার না চলচ্চিত্র পরিচালকের? Ahmed Reza Khan (আলাপ) ১৩:৪৬, ২৯ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

যতটুকু বুঝতে পারলাম, মৃত চলচ্চিত্র পরিচালকের জন্ম ১৯৫৬ সালে এবং মৃত্যু ২০২৩ সালে। আর জীবিত থিয়েটার অভিনেতার জন্ম তারিখ অজানা। এখন দেখুন কীভাবে সমস্যাটার সমাধান করা যায়। Ahmed Reza Khan (আলাপ) ১৩:৪৮, ২৯ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Yahya, @MdsShakil আপনারাও দেখুন। Ahmed Reza Khan (আলাপ) ১৪:০৪, ২৯ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
দুজনের তথ্য মিশিয়ে ফেলা হলে, যিনি উল্লেখযোগ্য তারটি রাখুন। ধারণা করছি চলচ্চিত্র পরিচালক উল্লেখযোগ্য হবেন। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:০৮, ২৯ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান, থিয়েটার অভিনেতাকে নিয়ে দেখলাম টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজার সহ ভারত ও বাংলাদেশের কয়েকটা শীর্ষস্থানীয় পত্রিকায় নিউজ হয়েছে।[১][২][৩][৪][৫][৬][৭] মানে উল্লেখযোগ্যতার মৌলিক মানদণ্ড পূরণ করছেন। অন্যদিকে চলচ্চিত্র পরিচালক সম্পর্কে নিউজ হয়েছে শুধু তার মৃত্যু নিয়ে। এক্ষেত্রে কী করা উচিত হবে জানালে কৃতজ্ঞ হবো। আরেকটা নিবন্ধ তৈরি করা উচিত? Ahmed Reza Khan (আলাপ) ১৫:২৫, ২৯ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Pinakpani দাদা, আপনাকে মেনশন করলাম। আপনি দেখলাম ইংরেজি উইকিপিডিয়ার নিবন্ধটিতে সম্পাদনা করেছেন। সময় পেলে ইংরেজি নিবন্ধটি থেকে দুজনের তথ্য আলাদা করবেন। আমি সময় পেলে বাংলা উইকিপিডিয়ায় সংশোধন করে দেবো। Ahmed Reza Khan (আলাপ) ১৫:৫২, ২৯ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Pinakpani দাদা, এখন দেখলাম আপনি সক্রিয় আছেন, কিছুক্ষণ আগে বাংলা উইকিপিডিয়ায় একটা সম্পাদনা করেছেন। আগেরবার আপনাকে এখানে পিং করার পর বার্তাটি আপনি দেখেছিলেন কি না জানি না, তাই আবার পিং করলাম। বার্তাটি দেখেছেন কি না জানাবেন, তাহলে আমি নিশ্চিত হতে পারবো। Ahmed Reza Khan (আলাপ) ১০:৫৫, ৩ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ ভাই, আমি এই বিষয়টি নিয়ে আরেকটু পড়াশোনা ও তথ্য যোগাড় করে মতামত জানাবার চেষ্টা করব। Pinakpani (আলাপ) ১০:৫৮, ৩ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
"গৌতম হালদার" পাতায় ফেরত যান।