আলাপ:গোলাম সরোয়ার টুকু

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৬ মাস আগে "বরগুনা-১ গোলাম সরোয়ার টুকু এম পি" অনুচ্ছেদে

বরগুনা-১ গোলাম সরোয়ার টুকু এম পি

সম্পাদনা

বরগুনা-১ আসনে স্বতন্ত্রপ্রার্থী গোলাম সরোয়ার টুকু ঈগল প্রতীক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

এ আসনের ১৮৭টি কেন্দ্রের মধ্যে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু পেয়েছেন ৬১৭৪২ ভোট। তার নিকটতম প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান (কাঁচি ) প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭৮৭৪ ভোট। এছাড়া নৌকা প্রতীক নিয়ে অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু পেয়েছেন ৫৪১৬৮ ভোট।

বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক  মোহাম্মদ রফিকুল ইসলাম বেসরকারি ভাবে গোলাম সরোয়ার টুকুকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেন।

গোলাম সরোয়ার টুকু বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

তিনি বরগুনা জেলা স্কুলে পড়াশোনা করেছেন। ১৯৮৯ সালে তিনি বরগুনা কলেজ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন।

১৯৯০ সালে তিনি আবারো বরগুনা সরকারি কলেজের ভিপি নির্বাচিত হন। ১৯৯১ সালে তিনি জেলা ছাত্রলীগের সভাপতি এবং ১৯৯৪ সাল পর্যন্ত জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

১৯৯৪ সালের তিনি বাংলাদেশ ছাত্রলীগের সহ সাংগঠনিক সম্পাদক হন। এই পদে তিনি ১৯৯৮ সাল পর্যন্ত বহাল ছিলেন।

১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত পরিবেশ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের হয়ে কাজ করেন। ২০০৫ সালে বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন ২০২২ সাল পর্যন্ত তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বর্তমানে তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গোলাম  সারোয়ার টুকু বরগুনা বাসীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি লেখেন,  সেখানে তিনি লেখেন  

প্রাণপ্রিয় বরগুনা -আমতলী -তালতলীবাসী।

আপনাদের পরিবর্তনের জন্য জেগে ওঠা এবং ঈগলের সুনিশ্চিত বিজয় ঠেকাতে আমাদের প্রতিপক্ষ দুর্নীতিবাজ জুলুমকারীচক্র নানাভাবে ষড়যন্ত্র শুর করেছে। জনগণের লুটের টাকা দিয়ে ভোট কিনে এই গণজোয়ার ঠেকাতে মাঠে নেমেছে।

এতে ব্যর্থ হলে তারা ভোট বন্ধের জন্য চক্রান্ত ও পরিকল্পনা করছে। আপনারা সতর্ক থাকবেন এ ষড়যন্ত্র সম্পর্কে। শেষ সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজনে আমরা রাতে গ্রামে গ্রামে পাহারা দেব, কালো টাকা দিয়ে ভোট কিনতে যাওয়া দুর্বৃত্তদের   ঠেকাতে।

ভোটের দিন আমরা প্রত্যেকে ভোট দিয়ে কেন্দ্রে অবস্থান করবো ভোট গুনে ফলাফল নিয়ে তবে ফিরবো। এ জন্য আজ ও কাল- দুটি দিন আপনাদের কষ্ট করতে হবে বৃহত্তর ভালোর জন্য নিজেদের আরামকে উৎসর্গ করতে হবে।

আমি আমার সারাজীবন আপনাদের জন্য উৎসর্গ করার পণ করেছি। আপনারা আমার জন্য এই ৩০ ঘন্টা  সময় উৎসর্গ করুন।

অবশ্যই আমরা জয়ী হব। আমার জয় মানেই আপনাদের জয়।   

দুর্নীতি-অন্যায়-অবিচারের বিরুদ্ধে আপনাদের আকাঙ্ক্ষার  জয়।

ভাহ ও বোনেরা আমার,

কোনও অবস্থাতেই যেন ওই অসৎ লুটেরা ভোট বানচাল করতে না পারে তার জন্য সজাগ দৃষ্টি রাখবেন। পরিবারের

সবাইকে নিয়ে ভোটকেন্দ্রে যাবেন, ভোট দিবেন। আপনার অধিকার প্রতিষ্ঠার, আপনার সম্মান ফিরিয়ে আনার এই নির্বাচনে ওই দুঙ্কৃতিকারীদের প্রতিহত করুন।

মনে রাখবেন, বরগুনার এই অসৎ অলস ও দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে রুখে দেয়ার এটাই সুযোগ এটাহ শ্রেষ্ঠ সময়। ঈগল মার্কার জয় হোক। বরগুনার আপামর জনগণের মুক্তি হোক।

পরিবর্তনেই মুক্তি।

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বরগুনা বাসীর ভালবাসায় তিনি দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বরগুনা সদর উপজেলায় তিনি সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। তালতলী উপজেলায় তিনি দ্বিতীয় অবস্থানে ছিলেন। তালতলীতে এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (নৌকা) প্রথম অবস্থানে ছিল।

তৃতীয় অবস্থানে ছিল গোলাম  সরোয়ার ফোরকান (কাঁচি) মার্কা নিয়ে। গোলাম সরোয়ার টুকু  সবচেয়ে কম ভোট পেয়েছেন আমতলী উপজেলায়।

এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (সাবেক এমপি) ও গোলাম সারোয়ার টুকুর বাড়ি বরগুনা সদর উপজেলায় হওয়াতে গোলাম সরোয়ার ফোরকান (কাঁচি )মার্কা নিয়ে সেখানে তেমন সুবিধা করতে পারেনি।

তেমনি গোলাম  সরোয়ার ফোরকানের বাড়ি আমতলী উপজেলায় হওয়াতে এখানে তিনি অন্য দুই প্রার্থীর থেকে বড় ব্যবধানে এগিয়ে থাকেন।

মূল লড়াইটা ছিল গোলাম  সরোয়ার ফোরকান ও গোলাম সরোয়ার টুকুর মধ্যে। ভোটের লড়াইয়ে খানিকটা পিছিয়ে পড়েন ৫ বার আওয়ামীলীগের নৌকা মার্কা নিয়ে নির্বাচিত সংসদ সদস্য  অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

বরগুনায় ১ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে।

জনগণ তাদের চূড়ান্ত রায় পবিত্র আমানত মূল্যবান ভোট দিয়ে জানিয়ে দিয়েছে।

বরগুনা-১ বাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা উন্নয়ন ও অগ্রগতির যে জোয়ার সারা দেশে বইছে সেই উন্নয়ন ও অগ্রগতির ধারা যেন এই আসনেও বজায় থাকে সাধারণ মানুষ এমনটিই জানিয়েছেন দৈনিক দেশ বুলেটিনকে।

রাশিমুল হক রিমন।

আমতলী উপজেলা প্রতিনিধি।

01735952315 103.25.251.241 (আলাপ) ২১:০৭, ৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

প্রাসঙ্গিক তথ্যগুলি নিবন্ধে যোগ করা হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ২১:৩০, ৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
"গোলাম সরোয়ার টুকু" পাতায় ফেরত যান।