আলাপ:গিফোর্ডগেট

সাম্প্রতিক মন্তব্য: Kupulak কর্তৃক ৪ বছর পূর্বে

ইংরেজি উইকিতে যে ছবি আছে সেটা কিছুতেই আনা গেল না। অগত্যা বর্তমান ছবি দিতে হল। — কুউপুলক (আলাপ) ১৮:১৫, ৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@Kupulak: ছবিটি ইংরেজি উইকিপিডিয়ায় আপলোড করা যার দরুন বাংলা উইকিপিডিয়ায় ব্যবহার করা যাচ্ছেনা। উইকিমিডিয়া কমন্সে আপলোড করলে সকল উইকিতেই ব্যবহার করা যেতো।—ImranAvenger (আলাপ) ১৮:৩১, ৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
বিষয়টা আজ আমি জানলাম। ঐ আপলোডকারী তখনও জানতো না বোধ হয়। — কুউপুলক (আলাপ) ১৯:৩৪, ৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@Kupulak: উইকিমিডিয়া কমন্সে কোনো ফাইল বা নথি আপলোড করতে হলে Own work হতে হয়। অর্থাৎ আপনি যে ফাইলটি আপলোড করবেন সেটি আপনার নিজের তৈরি হতে হবে। অন্যথায় ফাইলটি অপসারণ করা হবে। এছাড়া ফাইলটি যদি নিজের তৈরি না হয় সেক্ষেত্রে উৎস অর্থাৎ কোথা থেকে পেয়েছেন তা লিখতে হবে এবং ঐ ফাইলের কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। সোজা কথা কোনো ফাইলই কপিরাইটের আওতাভুক্ত হওয়া যাবেনা। আপনি লক্ষ করলে হয়তো দেখবেন যে ঐ (যে ফাইলটি নিয়ে আলোচনা হচ্ছে) ফাইলটির সারাংশে একটি ফ্লিকারের লিংক দেওয়া আছে। যেটি দ্বারা বুঝায় ফাইলটি তার নিজের নয়। উইকিপিডিয়ার প্রয়োজনবোধে তিনি উইকিপিডিয়ায় আপলোড করেছেন। ধন্যবাদ—ImranAvenger (আলাপ) ০৬:২১, ৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
ফ্লিকার থেকে যে কোন ছবি কি তবে শুধু বাংলা উইকিতে নেওয়া যাবে? (উনি যেভাবে ইংরেজি উইকিতে নিয়েছেন) — কুউপুলক (আলাপ) ০৭:৩৬, ৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@Kupulak: দুঃখিত! এ বিষয়ে সঠিক তথ্য আমার জানা নেই। দয়া করে প্রশাসকদের বিষয়টি অবহিত করুন। আরেকটি বিষয় আপনাকে বলা উচিত যে বার্তা রাখার সময় আপনি অবশ্যই বার্তাগ্রাহককে উল্লেখ করবেন। যেমন— {{উত্তর|ব্যবহারকারী নাম}} বা, {{re|ব্যবহারকারী নাম}} বা, {{ping|ব্যবহারকারী নাম}} । এতে করে বার্তাগ্রাহক একটি বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন পাবে। ধন্যবাদ—ImranAvenger (আলাপ) ১২:২৩, ৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@ImranAvenger: অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। অনেকের সাথেই এর আগে কথা হয়েছে কিন্তু কেউ বলেনি নোটিফিকেশনের এই ব্যাপারটা। অনেক ধন্যবাদ আপনাকে। — কুউপুলক (আলাপ) ১২:৩৭, ৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
"গিফোর্ডগেট" পাতায় ফেরত যান।