আলাপ:গতিবেগ

সাম্প্রতিক মন্তব্য: Faizul Latif Chowdhury কর্তৃক ২ বছর পূর্বে "পদার্থবিদ্যার টার্মসমূহের সঠিক ব্যবহার" অনুচ্ছেদে

সংশোধন সম্পাদনা

এটা বিজ্ঞান ভিত্তিক লিংক "গতিবেগ " আর এটা কোন এক অনিবন্ধিত ব্যাক্তি বেগ উপাধিরর উপর সম্পাদনা করেছেন। তাই এটা মুছে ফেলা হুক। RomanRace (আলাপ) ১৭:০৫, ১৬ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

@RomanRace: করা হয়েছে। --আফতাব (আলাপ) ১৯:০৮, ১৮ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

পদার্থবিদ্যার টার্মসমূহের সঠিক ব্যবহার সম্পাদনা

বাংলা উইকিপিডিয়াতে গতি নামে একটি নিবন্ধ রয়েছে। বর্তমান নিবন্ধের শিরোনাম গতিবেগ। এখানে একটি টার্ম ব্যবহৃত হয়েছে তা হলো দ্রুতি। দেখা যাচ্ছে বেগ (velocity) বোঝাতে গতিবেগ টার্মটি ব্যবহৃত হয়েছে। এক স্থানে লেখা হয়েছে “গতি/বেগ” অর্থাৎ ‘গতি’ ও ‘বেগ’ সমার্থক। অন্য দিকে গতির দ্রুততা বোঝাতে ব্যবহার করা হয়েছে দ্রুতি (speed)। দূরত্ব নমেও একটি অসম্পূর্ণ নিবন্ধ আছে। — এ সব নিবন্ধে পাঠ্যপুস্তকে ব্যবহৃত টার্ম ব্যবহার করাই নিরাপদ। সেক্ষেত্রে গতি বলতে ‘গতিবেগ’ না ‘বেগ’ বোঝানো হয়েছে সে নিয়ে সংশয়ের সৃষ্টি হবে না। — Faizul Latif Chowdhury (আলাপ) ১৯:৪৭, ১৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

"গতিবেগ" পাতায় ফেরত যান।